Calcutta High Court: ‘অতিরিক্ত শিক্ষকদের কি প্রয়োজন’? সরাসরি প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু!





Calcutta High Court

আগের বছরের চাইতে চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সমীক্ষা বলছে আগের বছর যেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল দশ লক্ষের কিছু বেশি সেখানে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন। পরীক্ষার্থীর সংখ্যা যখন কমেছে তখন অতিরিক্ত শিক্ষকদের প্রয়োজন কি! এবার সে প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

সোমবার আদালতে বিচারপতি বসু মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা হ্রাসের সাথে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যের তরফে দশ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন বিচারপতি। এদিন বিচারপতির কথায়, “এবার মাধ্যমিকে ৪ লক্ষ পরীক্ষার্থী কমে গেল। আর রাজ্য ১০ হাজার শিক্ষক প্রয়োজন বলে ঘোষণা করছে। এই অতিরিক্ত শিক্ষকদের কি প্রয়োজন? অর্থের অপচয় ছাড়া কোনোও লাভ হচ্ছে কি?”।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

সূত্রের খবর, এরসাথে এদিন বিচারপতি রাজ্যের শিক্ষামন্ত্রীকে আইনে বদল আনার কথা বলেন। বেশি পড়ুয়া থাকা বিদ্যালয়ে শিক্ষকদের বদলি করে, কম শিক্ষার্থীর বিদ্যালয়ের পড়ুয়াদের কাছের স্কুলে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত, বিগত বছরগুলির কোভিড পরিস্থিতির কারণে বহু পড়ুয়ার পড়াশোনা বন্ধ করা, পরীক্ষায় পাশ না হওয়া সহ একাধিক কারণকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হ্রাসের কারণ হিসেবে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। আর এ প্রসঙ্গেই এবার অসন্তোষ লক্ষ্য করা দেখা গেল বিচারপতি বসুর কথায়।

ALSO READ :   রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুসংবাদ! মূখ্যমন্ত্রীর ঘোষনায় কর্মী মহলে খুশির হাওয়া -WB Govt Employees

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top