Madhyamik Result: মাধ্যমিকে খুব বেশি বা খুব কম নম্বর পেলে নেওয়া হবে এমন পদক্ষেপ! ঠিক কি জানালেন পর্ষদ সভাপতি?

Action to be taken in case of too high or too low marks in Madhyamik

1/7: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হয়েছিল 23 ফেব্রুয়ারি থেকেশেষ হয়েছে মার্চের 3 তারিখে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তা জানিয়ে দিয়েছে পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে এই বছর খাতা দেখার দুটি ধাপ অনলাইনেই করা হবে।

2/7: উত্তরপত্র নিয়ে ‘হেড এগজামিনার’ বা মুখ্য পরীক্ষকদের থেকে পর্ষদ থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়, সেই প্রক্রিয়া এবার অনলাইনে সেরে ফেলতে করতে চাইছে পর্ষদ। সাধারণত নম্বর নিয়ে ‘হেড এগজামিনার’-র থেকে কোনও ব্যাখ্যা চাওয়া হলে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন সপ্তাহ মতো লাগে। অনলাইনেই সেটা আরও দ্রুত হবে বলে আশাবাদী।

3/7: সেইসঙ্গে উত্তরপত্র যাচাই পদ্ধতিও অনলাইনে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে অন্যান্য বছরের তুলনায় ফলপ্রকাশ করা দ্রুততর হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, দুটি ধাপ অনলাইনে করে নেবার ফলে সময় বাঁচবে অনেকটাই, যার ফলে অন্যান্য বছরের মত 90 দিনের মাথায় নয়, বরং তার আগেই ফলপ্রকাশ (Madhyamik Result 2023) করে ফেলা যাবে। এখনও অবধি পর্ষদের তরফে জানানো হয়েছে, মে মাসের তৃতীয় সপ্তাহে রেজাল্ট বের করে দিতে চাইছে পর্ষদ।

ALSO READ :   রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বকেয়া DA মেটানো নিয়ে খুশির খবর শোনালেন রাজ্যের দুই মন্ত্রী

4/7: তবে এরই সাথে, আরেকটি ঘোষণাও করেছে পর্ষদ। জানানো হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী অন্যান্য বিষয়ের নিরিখে কোনও একটি বিষয়ে অত্যধিক কম বা বেশি নম্বর পায়, তবে সেইসব পরীক্ষার্থীদের উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করা হবে।

5/7: এই বিষয়টি নিয়ে পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পরীক্ষার খাতা দেখা এবং নম্বর জমা দেওয়ার পর যদি কোনও প্রার্থীর প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কোনও অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে সেই উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করা হবে। যাতে কোনওরকম ত্রুটি না থাকে।

6/7: এখানে ‘অস্বাভাবিকতা’-র ব্যাখ্যা দিতে গিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন- ‘অন্যান্য বিষয়ের তুলনায় একটি নির্দিষ্ট বিষয়ে যদি কোনও পরীক্ষার্থী অত্যধিক বেশি নম্বর পায়, তাহলে ওই পরীক্ষার্থীর উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করা হবে। আবার কোনও পরীক্ষার্থী যদি অন্যান্য বিষয়ে বেশি নম্বর পায় এবং একটি বিষয়ে খুব কম নম্বর পায়, তাহলে সংশ্লিষ্ট পড়ুয়ারও উত্তরপত্রের পুনর্মূল্যায়ন করা হবে।’

7/7: প্রসঙ্গত এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লাখ 98 হাজার 928 জন। এদের মধ্যে ছাত্র রয়েছে 2 লাখ 90 হাজার 172 জন এবং ছাত্রীর সংখ্যা 3 লাখ 56 হাজার 21 জন। 

ALSO READ :   রাজ্যের কৃষি দপ্তরে গ্রুপ-C নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, ৩০ মার্চের মধ্যে আবেদন করতে হবে

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান

এগুলিও পড়ুন 👇👇

💡 মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও একগুচ্ছ নির্দেশিকা জারি পর্ষদের

💡 ভারতে রবিবার কেন ছুটি থাকে? জানেন কি?

💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? আপনার জেলার তালিকা দেখুন 

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top