রাজ্যের DM অফিসে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ





রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে চুক্তিভিত্তিতে গ্ৰুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 231/Estt.
পদের নাম- Group- C (Clerical Service)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে Govt. Retired Employees হতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Malda Collectorate, Malda and Block Development Offices
ইন্টারভিউ তারিখ- ১১ এপ্রিল, ২০২৩ (সকাল সাড়ে ১১ টা)

ALSO READ :   রাজ্যের স্কুল ছাত্রাবাসে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

চাকরির খবরঃ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর

প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
২) আধার কার্ড/ ভোটার কার্ড
৩) PPO কপি।
৪) বয়সের প্রমাণপত্র।
৫) পাসপোর্ট সাইজের ফটোকপি।

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top