
1/7: ঐতিহাসিক পদক্ষেপ নিল স্পেন সরকার (Spain Government)। বদল আনা হচ্ছে স্পেনের আইনে। আপনার মনে হতে পারে স্পেনের খবর জেনে আমার কি লাভ। সম্পূর্ণ পড়লে এই প্রশ্নের উত্তর আপনি নিজে থেকেই পেয়ে যাবেন।
2/7: মহিলাকর্মীদের সবেতন ঋতুকালীন ছুটি (Menstruation Leave) মঞ্জুরের সপক্ষে আইন পাশ করল স্পেনের সরকার। তবে এই নিয়ম অবশ্য নতুন নয়। এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে ইতিমধ্যেই ঋতুকালীন ছুটি মঞ্জুর করার আইন প্রচলিত আছে। তবে সমগ্র ইউরোপে এই পদক্ষেপ প্রথম নিল স্পেন।
3/7: প্রতি মাসেই চারটি দিনের অসহ্য কষ্ট সহ্য করেও, ঘর-অফিসের কাজ সামলানো বেশ দুঃসহ। আবার কাজের জায়গায় ঋতুস্রাবকালীন কষ্টের কথা বলে ছুটি চাইতে অস্বস্তি বোধ করেন অনেক মহিলাই। কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের এই সব অসুবিধার কথা মাথায় রেখেই স্পেন সরকার এমন একটি আইন পাশ করানোর পক্ষে রায় দেয়।
4/7: স্পেনের এই নয়া আইন অনুযায়ী ঋতুকালীন যন্ত্রণার জন্য মহিলা কর্মীরা তাদের ইচ্ছে অনুয়ায়ী যেকোনো ছুটি নিতে পারবেন এবং সর্বোপরি এই ছুটিগুলি তাঁদের অসুস্থতার জন্য বরাদ্দ ছুটি থেকে কাটা যাবে না। তবে একটি শর্তেই মিলবে ছুটি, তা হলো মহিলাদেরকে চিকিৎসকদের কাছ থেকে লিখিত নোট জমা দিতে হবে।
আরো পড়ুন 👇👇
💡 ২০২২-এর পুরো টেট পরীক্ষা বাতিলের মুখে? হলো নতুন মামলা
💡 চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে গ্রুপ-ডি কর্মীরা
5/7: স্পেনের সাম্যমন্ত্রী আইরিন মন্টেরো এই নতুন আইনের কথা ঘোষণা করে বলেন, ‘‘তীব্র যন্ত্রণায় মহিলাদের আর কাজ করতে হবে না, কাজে আসার আগে আর ওষুধও খেতে হবে না আমাদের। আমরা যে ঋতুকালীন যন্ত্রণায় ভুগছি আর সে কারণেই যে কাজের ক্ষতি হচ্ছে, সে কথাও আর বলার প্রয়োজন পড়বে না।’’
6/7: শুধু মাসিক ছুটিই নয়, স্পেনের নয়া আইনে বলা হয়েছে, ১৬ কিংবা ১৭ বছর বয়সের তরুণীদের গর্ভপাতের জন্য আর প্রয়োজন পড়বে না অভিভাবকের সম্মতিরও।
প্রসঙ্গত উল্লেখ্য, ঋতুস্রাবকালীন ছুটি পাওয়া নিয়ে ভারতেও বেশ কিছু দিন যাবৎ হইচই শুরু হয়েছে।
7/7: এদেশে প্রায় কোনো অফিসেই ঋতুকালীন ছুটি মেলেনা মহিলাদের। তাই, কর্মরত মহিলা ও ছাত্রীদের ঋতুস্রাবকালীন ছুটি দেওয়া হোক এমন আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন, যার শুনানি হবে ২৪ ফেব্রুয়ারি, শুক্রবার। মামলার রায় কী হলো তা জানবার জন্য আমাদের সঙ্গে থাকুন।
নতুন চাকরির আপডেট 👇👇
🔥 ব্যারাকপুরে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
🔥 ৩৫ হাজার টাকা বেতনে রাজ্যের সরকারি জাদুঘরে চাকরি
🔥 রাজ্যের জেলায় গ্রুপ-C ডাটা ম্যানেজার পদে চাকরি