CIMFR: কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে

CIMFR

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং এন্ড ফিউল রিসার্চ (CIMFR) সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে কোন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সহ আবেদন পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment no- PA/120423/BU/R&A-II

পদের নাম- Project Assistant and Project Associate

মোট শূন্যপদ- ৪০ টি।

শিক্ষাগত যোগ্যতা- উক্ত পদ দুটির জন্য B.Sc, Diploma in Engineering, B.E অথবা B.Tech পাশ করা ছাত্র-ছাত্রীদের থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।

মাসিক বেতন- ২০,০০০ টাকা – ৩১,০০০ টাকা।

বয়স- Project Assistant পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ বছর থেকে ৫০ বছরের মধ্যে। অন্যদিকে Project Associate পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি- যোগ্য প্রার্থীদের অফিসিয়াল নোটিফিকেশনের নিম্নাংশে থাকা আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ করে সরাসরি Walk In Interview -র স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- CSIR-CIMFR Bilaspur Research Center, Bilaspur, Chattisgarh

ইন্টারভিউর তারিখ- ১২ এপ্রিল ২০২৩ থেকে ১৮ এপ্রিল ২০২৩।

CIMFR

ALSO READ :   অবশেষে রাজ্যে শিক্ষক ও স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Teachers Recruitment

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top