রাজ্যের শিক্ষায় আসছে আর্টিফিসিয়াল ইন্টেশিজেন্স (AI), সিদ্ধান্ত নবান্নের





রাজ্যের শিক্ষায় আসছে আর্টিফিসিয়াল ইন্টেশিজেন্স

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ শিক্ষা দফতর। এবার রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেশিজেন্স (Artificial Intelligence) আনতে চলেছে শিক্ষা দফতর। মুলত প্রযুক্তিকে কাজে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে এই ভাবনা আনা হয়েছে। আর এই উদ্দেশ্যে গঠন করা হয়েছে বিশেষ টাস্ক ফোর্স।

সূত্রের খবর, মোট আট জন সদস্যকে নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার শীর্ষে রয়েছেন উপাচার্য সৈকত মিত্র। এছাড়াও রয়েছেন বহু নামজাদা ব্যক্তিত্বরা। সম্প্রতি উচ্চ শিক্ষা দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে জানানো হয়েছে রাজ্যের শিক্ষায় কিভাবে ‘আর্টিফিসিয়াল ইন্টেশিজেন্স’ কে আনা হবে তা নিয়ে সুপারিশ দেবে এই আট সদস্যের কমিটি।

চাকরির খবরঃ রাজ্যের মিউজিয়ামে কর্মী নিয়োগ

FB Join

এছাড়া স্কুল ও উচ্চশিক্ষায় এর ফলে কি সুবিধা হতে পারে তা নিয়ে সুপারিশ দেবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে কথা বলে মতামত নেওয়া হবে। আগামী ১৫ই মার্চের মধ্যে টাস্ক ফোর্স তাঁদের সুপারিশ জানাবে বলে ইতিমধ্যে খবর।

ALSO READ :   সুখবর! এবার অনায়াসে হতে পারবেন সিভিক ভলেন্টিয়ার, দারুণ সুযোগ নিয়ে এলো সরকার -Civic Volunteer Recruitment

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top