598 শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন অনলাইনে

598 শূন্যপদে কেন্দ্রীয় সরকারের দপ্তরে কর্মী নিয়োগ

কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC) -এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- (NIELIT/NIC/2023/1)
পদের নাম- Scientist-B
মোট শূন্যপদ- ৭১‌ টি। (UR- 30, SC-10, ST-5, OBC-19, EWS- 7)
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা।

পদের নাম- Officer/ Engineer
মোট শূন্যপদ- ১৯৬ টি। (UR- 81, SC-29, ST-14, OBC-52, EWS- 28)
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা।

আরও পড়ুনঃ রাজ্যে আশা কর্মী নিয়োগ চলছে

পদের নাম- Technical Assistant
মোট শূন্যপদ- ৩৩১ টি। (UR- 134, SC-49, ST-24, OBC-88, EWS- 32)
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

ALSO READ :   Madhyamik Result 2023: পিছিয়ে গেল মাধ্যমিকের ফলপ্রকাশের সময়! জানুন বিস্তারিত

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া নিয়ম জারি

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ- ৪ এপ্রিল, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top