NEET UG: শুরু হলো নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন! কিভাবে আবেদন? জেনে নিন





ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট স্নাতক (NEET UG) পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এর আগে জানানো হয়েছিল মার্চের শুরুতেই আবেদন গ্রহণ শুরু হবে। সেইমতো সোমবার অর্থাৎ ৬ই মার্চ থেকে শুরু হলো রেজিস্ট্রেশন। যা চলবে আগামী ৬ই এপ্রিল রাত ১১:৫০ মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা (neet.nta.nic.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার আবেদন জানানোর জন্য পরীক্ষার্থীদের প্রথমে (neet.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর নিট ইউজি ২০২৩ এর রেজিস্ট্রেশনের লিঙ্কটিতে যেতে হবে।
৩) নিট ইউজি অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্টার করতে হবে।
৪) আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করতে হবে।
৫) প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।
৬) এবার আবেদনপত্রটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ রাজ্যে স্টেট কো-অর্ডিনেটর নিয়োগ

join Telegram

জানা যাচ্ছে, ২০২৩ সালের নিট ইউজি পরীক্ষাটি শুরু হতে চলেছে আগামী ৭ই মে নাগাদ। পরীক্ষার আবেদন যোগ্যতা আগেই জানানো হয়েছিল। পরীক্ষার জন্য জেনারেল (ইডব্লুএস), ওবিসি প্রার্থীদের আবেদন ফি ধার্য হয়েছে ১৬০০/- টাকা, এসসি, এসটি, পিডাব্লুডি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ধার্য হয়েছে ১০০০/- টাকা। এছাড়া ভারতের বাইরের প্রার্থীদের নিট ইউজির আবেদন ফি রাখা হয়েছে ৯৫০০/- টাকা। প্রসঙ্গত, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   NEET UG Exam 2023 । আজ দেশ জুড়ে প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী NEET UG পরীক্ষায় বসছেন

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top