শুরু হয়েছে NEET UG পরীক্ষার রেজিস্ট্রেশন! চলতি বছরে যে যে পরিবর্তনগুলি আনা হলো জেনে নিন বিস্তারিত





শুরু হয়েছে NEET UG পরীক্ষার রেজিস্ট্রেশন

সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে শুরু হয়েছে নিট ইউজি পরীক্ষার রেজিস্ট্রেশন। চলবে আগামী ৬ই এপ্রিল পর্যন্ত। এদিকে চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় আনা হলো বেশ কিছু পরিবর্তন। এ বিষয়ের বিস্তারিত বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে (neet.nta.nic.in) ওয়েবসাইটে। সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারবেন পরীক্ষার্থীরা।

চলতি বছরের নিট ইউজি পরীক্ষায় আনা পরিবর্তনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো প্রার্থীদের আবেদনমূল্য বৃদ্ধি। দেখা যাচ্ছে, চলতি বছরের নিট ইউজি পরীক্ষার আবেদনমূল্য সকল ক্যাটেগরির জন্য বাড়ানো হয়েছে। পরীক্ষায় জেনারেল প্রার্থীদের আবেদন ফি ১৭০০/- টাকা। জেনারেল (ইডব্লুএস), ওবিসি প্রার্থীদের আবেদন ফি ধার্য হয়েছে ১৬০০/- টাকা, এসসি, এসটি, পিডাব্লুডি ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ধার্য হয়েছে ১০০০/- টাকা। এছাড়া ভারতের বাইরের প্রার্থীদের নিট ইউজির আবেদন ফি রাখা হয়েছে ৯৫০০/- টাকা।

চাকরির খবরঃ মার্চ মাসে ১৫ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর

FB Join

পরিবর্তন এসেছে নিট ইউজি পরীক্ষার ‘টাই ব্রেকিংয়ের’ নিয়মের ক্ষেত্রে। আগে দুই বা তার বেশি পরীক্ষার্থীদের নম্বর এক হলে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ অনুসারে অগ্রাধিকার দেওয়া হতো। তবে এবার থেকে ‘টাই ব্রেকিংয়ের’ ক্ষেত্রে প্রার্থীদের বিভিন্ন বিষয়ের সর্বোচ্চ নম্বর ও কম চেষ্টায় নির্ভুল উত্তর দেওয়ার দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, নিট ইউজি পরীক্ষা কেন্দ্রের সংখ্যাতেও পরিবর্তন আনা হয়েছে এবছর। গত বছর যা ছিল প্রায় ৫৪৩টির কাছাকাছি এবছর তা কমিয়ে আনা হয়েছে ৪৮৫টি তে। যদিও দেশের বাইরের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

ALSO READ :   সরকারি কর্মীদের জন্য ১০ হাজার টাকার উপহার! টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top