রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৬০ হাজার টাকা

রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে কর্মী নিয়োগ

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- CMOH/ N24PGS/NHM/Rec./ 1995
পদের নাম- Medical Officer
মোট শূন্যপদ- ২৬ টি। (UR- 15, SC-5, ST-2, OBC-4)
বেতন- প্রতিমাসে বেতন ৬০,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা- MCI অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBBS করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ ৯২১২ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

চাকরির খবরঃ ২৯২২ শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ও‌ SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ- ২৭ মার্চ, ২০২৩

ALSO READ :   রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে স্টাফ নিয়োগ, ২২ ফেব্রুয়ারি অবধি আবেদন চলবে | WBNSOU Non Teaching Staff Recruitment 2023

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top