UGC NET 2022: ইউজিসি নেটের ৫৭ টি বিষয়ের অ্যাডমিট কার্ড প্রকাশিত! ডাউনলোড করবেন কিভাবে? জেনে নিন





UGC NET 2022

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে প্রকাশ পেয়েছে ইউজিসি নেট পরীক্ষার ৫৭ টি বিষয়ের অ্যাডমিট কার্ড। এর আগেই প্রকাশ হয়েছিল পরীক্ষার নির্ঘণ্ট। আর এবার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে অ্যাডমিট। সেইমতো পরীক্ষার্থীরা (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

ইউজিসি নেট পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করবেন কিভাবে?

১) পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে।
৩) এরপর স্ক্রিনে পরীক্ষার অ্যাডমিটটি দেখতে পাওয়া যাবে।
৪) অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

FB Join

এর আগে জানানো হয়েছিল, ইউজিসি নেটের ২০২২ সালের ডিসেম্বর পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ২০২৩ এর ২১শে ফেব্রুয়ারি থেকে ১০ই মার্চ পর্যন্ত। সেখানে মোট ৮৩টি বিষয়ের মধ্যে ৫৭টি বিষয়ের ইউজিসি নেট পরীক্ষা চলবে ফেব্রুয়ারি মাসের ২১, ২২, ২৩, ২৪ তারিখ নাগাদ। গত ১৩ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘এক্সাম সিটি ইনফর্মেশন স্লিপ’। যেখান থেকে নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা হয়েছে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, এনটিএ জানিয়েছে, বাকি বিষয়গুলির পরীক্ষার দিনক্ষণ অতি শীঘ্রই জানানো হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   মাত্র 5 মিনিটে 10 লক্ষ লোন দিচ্ছে SBI, এক্ষুনি আবেদন করুন -Stae Bank Loan 2023








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top