Pan Card ও Aadhaar Card নিয়ে বিরাট ঘোষণা, না মানলে 10 হাজার জরিমানা, 31 মার্চ শেষ তারিখ -Pan -Aadhaar Update

 আমরা সকলে জানি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হলে আধার কার্ড বা প্যান কার্ড। এবার এই প্যান কার্ড ও আধার কার্ড নিয়ে জারি হলো জরুরি ঘোষণা। যদি আপনার বা আপনার পরিবারের কারো প্যান কার্ড বা আধার কার্ড থাকে তাহলে আপনার জন্য রয়েছে বিরাট আপডেট। যদি আপনার প্যান বা আধার কাড়ড তাহলে আপনার জন্য রয়েছে এই খবরটি। আর এই আপডেট না করলে আপনার জন্য রয়েছে এক জরিমানাও। তাহলে আগ্রহীরা শেষ পর্যন্ত পড়বেন বিস্তারিত জানতে। Pan Card & Aadhaar Card Upadte 

ইতিমধ্যে আয়কর দপ্তর কর্তৃক প্যান কার্ড ধারীদের জন্য নয়া ঘোষণা করা হয়েছে। যদি এই নিয়ম না মানেন তাহলে দিতে হবে জরিমানাও। আয়কর দপ্তর কর্তৃক জানানো হ’য়েছে 31 মার্চ 2023 এর মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। যদি এই কাজ না করা হয় তাহলে আপনার জন্য রয়েছে দুটি অসুবিধা। প্রথমত আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে অথবা আপনাকে দিতে হবে জরিমানা। 

আয়কর দপ্তর কর্তৃক জানানো হয়েছে, এক্ষেত্রে যদি কোনো প্যান কার্ড ধারক 31 মার্চের মধ্যে লিঙ্ক করে না থাকেন তাহলে তার জন্য রয়েছে জরিমানা। জরিমানার পরিমান হবে পারে 10 হাজার পর্যন্ত। তাহলল কেন দেরি করছেন, যদি আপনার এই কাজ করতে বাকি থাকে তাহলে এক্ষুনি করুন এই কাজ। 

ALSO READ :   প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার, সবাই পাবে- তবে কিছু শর্ত রয়েছে

এবার সবচেয়ে বড়ো প্রশ্ন হলো কীভাবে বুঝতে পারবেন আপনার প্যান ও আধার লিঙ্ক রয়েছে কী না?  তাহলে আপনার জন্য পুরো প্রসেস রয়েছে যা ফলো করে বুঝতে পারবেন কীভাবে আধার লিঙ্ক করা যাবে বা আগে থেকে লিঙ্ক আছে কিনা। আসুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। 

১- প্রথমে আপনাকে যেতে হবে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট এ https://www.incometax.gov.in/iec/foportal/

২- এরপর Aadhaar Link Status এ ক্লিক করে চেক করতে পারবেন। 

৩- যদি লিঙ্ক করা না থাকে তাহলে করতে হবে এই কাজ 

৪-  লিঙ্ক না থাকলে আপনাকে যেতে হবে Pan -Aadhaar Link অপশনে 

৫- এরপর নিজের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে।

 

More Job News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top