রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

রাজ্যের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- F15.V1/ REG/0323-23
পদের নাম- Research Assistant
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Humanities & Social Science -এ ৫৫ শতাংশ নম্বর নিয়ে Ph.D./ M.Phil./ NET/ Post Graduate করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১১ হাজার টাকা।

চাকরির খবরঃ মিউজিয়ামে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Dr. Abhijit Mandal, Assistant Professor & Project Director of ICPR Minor
Project, Department of Sanskrit, Cooch Behar Panchanan Barma University, Panchanan Nagar, Vivekananda Street, Cooch Behar 736101, West Bengal.
ইন্টারভিউ তারিখ- ৩ মার্চ, ২০২৩ ( দুপুর ১২ টা)

ALSO READ :   পোস্ট পেমেন্ট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল বিস্তারিত -Post Payment Bank Recruitment

Official Notification: CBPBU-Research-Assistant-Post-Notification

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top