পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দপ্তরে ডাটা ম্যানেজার পদে চাকরি

পশ্চিমবঙ্গ সমাজ কল্যাণ দপ্তরে ডাটা ম্যানেজার পদে চাকরি | WB Govt Jobs 2022

সংক্ষিপ্ত তথ্যঃ পশ্চিমবঙ্গের সমাজ কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ সমস্ত বিষয় জেনে নিন।
পদের নামঃ ডাটা ম্যানেজার (Data Manager)
বিজ্ঞপ্তি প্রকাশঃ ২০/০৭/২০২২
মোট শূন্যপদঃ ০১ টি শূন্যপদ রয়েছে।

Join telegram channel

পশ্চিম মেদিনীপুর জেলার চাকরি খবর | Paschim Medinipur Jobs Vacancy

WWW.CHAKRIKHABAR.COM
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
  • আবেদন শুরু তারিখঃ 20/07/2022
  • আবেদন শেষ তারিখঃ 04/08/2022
আবেদন ফি (Application Fees)
  • জেনারেল প্রার্থীদেরঃ উল্লেখ করা হয়নি।
  • ST/SC/OBC প্রার্থীদেরঃ উল্লেখ করা হয়নি।
বয়সসীমা (Age Limit)
  • সর্বনিম্ন বয়সঃ 18 বছর।
  • সর্বোচ্চ বয়সঃ 37 বছর।
  • সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামো (Pay Scale)

প্রতি মাসে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে।

পশ্চিম মেদিনীপুর জেলার চাকরি খবর শূন্যপদের বিবরণ

পদের নাম শূন্যপদ শিক্ষাগত যোগ্যতা
ডাটা ম্যানেজার 01
  • গ্র্যাজুয়েট পাশ
  • কম্পিউটার সার্টিফিকেট
  • এক বছরে কাজের অভিজ্ঞতা।

আবেদন পদ্ধতি

  • এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট paschimmedinipur.gov.in এ আবেদন করতে হবে।
  • সবার প্রথমেই নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
  • তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

 প্রয়োজনীয় নথিপত্র

  • সেল্ফ অ্যাটেস্টেড করা রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • বয়সের প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • কম্পিউটার সার্টিফিকেট।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Links)

আবেদন করুন Click Here
অফিসিয়াল নোটিশ Click Here
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
বর্তমান যেসব ফর্ম ফিলাপ চলছে Click Here

ALSO READ :   ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩৬ হাজার টাকা

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top