TET 2022: বাড়তে পারে প্রাইমারি টেট পাশ প্রার্থীর সংখ্যা! কিভাবে? জেনে নিন বিস্তারিত





TET 2022

ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হয় পরীক্ষা। টেটে অংশগ্রহণ করেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী। এরপর ফেব্রুয়ারির ১০ তারিখে টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে জানা যায়, এবারের টেটে উত্তীর্ণ হয়েছেন প্রায় ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন প্রার্থী। তবে সম্প্রতি টেট ২০২২ এর প্রশ্নপত্র নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। যার দরুণ টেট পরীক্ষায় আরও বেশি সংখ্যক প্রার্থীর পাশ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে।

বুধবার ২০২২ সালের টেট প্রশ্নপত্র নিয়ে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শুক্লা ভট্টাচার্য সহ আরও বেশ কিছু জন পরীক্ষার্থী। তাঁদের দাবি এবারের টেট পরীক্ষার প্রশ্নপত্রে সাতটি প্রশ্নে ভুল রয়েছে। মামলাটির শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হবে বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় ধারণা করা হচ্ছে, হাইকোর্ট যদি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার জন্য পর্ষদকে নির্দেশ দেয় এবং পর্ষদ যদি সংশ্লিষ্ট সাতটি প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে নেয়, তবে ওই সাতটি প্রশ্নের ভুল উত্তর দেওয়া পরীক্ষার্থীদেরও পুরো নম্বর দিতে হবে পর্ষদকে। ফলে টেট উত্তীর্ণ প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে।

ALSO READ :   Madhyamik Marksheet: এক ক্লিকে ডাউনলোড করা যাবে মাধ্যমিকের মার্কশিট! ব্যবস্থা গ্রহণে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ

চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ

join Telegram

এই পরিস্থিতিতে প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হবে যার দরুণ নিয়োগে জটিলতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে এখন সম্পূর্ণ বিষয়টি ধারণার পর্যায়ে রয়েছে। কারণ গোটা ঘটনাটি বর্তমানে আদালতের বিচারাধীন বিষয়। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট মামলাটি শুনতে পারেন। ফলে আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top