প্রাইমারি টেট 2022 কি বাতিল হবে? দায়ের হলো মামলা!





প্রাইমারি টেট 2022 কি বাতিল হবে

ডিসেম্বরের ১১ তারিখ অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা। চলতি বছরের প্রাইমারি টেট নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঢেলে সাজানো হয় গোটা পরীক্ষা কাঠামোকে। তবে এবার সেই টেট পরীক্ষার প্রশ্ন ঘিরেই ফের শুরু বিতর্ক। বুধবার টেটের প্রশ্ন নিয়ে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা।

এদিন বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুক্লা ভট্টাচার্য সহ আরও বেশ কিছু জন টেট পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ, এবারের টেট পরীক্ষায় সাতটি প্রশ্ন ভুল ছিল। পরীক্ষার পর পর্ষদের তরফে যে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয় সেখানে মিলিয়ে দেখতে পরীক্ষার্থীরা তা বুঝতে পারেন। এরপরই সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে আদালতে উপস্থিত হন তাঁরা। জানা যাচ্ছে, এই মামলার শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে।

চাকরির খবরঃ রাজ্যে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ

join Telegram

এর আগের প্রাইমারি টেটের প্রশ্ন নিয়েও মামলা দায়ের হয়েছিল আদালতে। তবে এবারের প্রাইমারি টেটের আগে পর্ষদ জানিয়েছিল, টেট পরীক্ষাকে বিতর্কমুক্ত করতে সবরকম দিক থেকে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া গোটা পরীক্ষাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তবে এত কিছুর পরেও বিতর্ক পিছু ছাড়ছে না পর্ষদের। প্রসঙ্গত, এবারের টেট নিয়ে মামলা দায়ের হওয়ায় জোর জল্পনা শুরু বিভিন্ন মহলে। এছাড়া ২০২২ টেট বাতিল হওয়ারও একটি সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে বিষয়টি কোনদিকে এগোবে তা এখন সম্পূর্ণরূপে আদালতের বিচারাধীন বিষয়।

ALSO READ :   DA রাজ্য সরকারি কর্মীদের মারাত্মক সিদ্ধান্ত, আন্দোলনের পর নয়া মোড় , মাথায় হাত সরকার পক্ষের

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top