Primary TET Exam 2023: পরীক্ষার দু’মাস পর প্রকাশিত হয়েছে ২০২২ এর টেট পরীক্ষার ফলাফল। গত ১০ ফেব্রুয়ারি দুপুরে একটায় টেটের ফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। তবে যথারীতি সমস্ত পরীক্ষার মতই এবারের টেট পরীক্ষাতেও অনেকেই উত্তীর্ণ হতে পারেননি নিয়ম অনুযায়ী ১৫০ নম্বরের টেট পরীক্ষায় ৯০ নম্বর পেলে, অর্থাৎ ৬০ শতাংশ নম্বর পেলে তবেই উত্তীর্ণ বলে ধরা হয়। স্বাভাবিকভাবেই যারা পাস করতে পারেননি সেই চাকরিপ্রার্থীদের হতাশা গ্রাস করেছে। তবে ফল প্রকাশের পরই তাঁদের জন্য দারুন সুখবর শোনালেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
যারা ২০২২ এর টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশ হওয়ার খুব কিছু নেই। কারণ আবার আয়োজিত হতে চলেছে টেট পরীক্ষা। অতীতের মত আর পাঁচ বছর পর নয়, ২০২৩ সালেই আয়োজিত হবে টেট পরীক্ষা। টেটের ফল প্রকাশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) ঘোষণা করেন, এবার থেকে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে।
২০২৩ সালের শেষের দিকে আগামী টেট পরীক্ষা হবে বলেও তিনি জানান। স্বাভাবিকভাবেই পর্ষদ সভাপতির এই ঘোষণায় আশার আলো দেখছেন অকৃতকার্য চাকরিপ্রার্থীরা। কারণ এবার কোনোভাবে পাস করতে না পারলেও চলতি বছর নতুন যে টেট পরীক্ষা হবে সেখানে উত্তীর্ণ হয়ে যাওয়ার সুযোগ থাকছে তাঁদের সামনে।
আরো আপডেট: চাকরি ছেড়ে টেটের প্রস্তুতি! দিনে কত ঘন্টা পড়তেন রাজ্যে প্রথম ইনা সিংহ
তবে শুধু প্রতিবছর টেট পরীক্ষার কথা ঘোষণা নয়, আরও এক চমকের কথা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তিনি ঘোষণা করেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ বছরে দু’বার করে টেট পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তবে এক্ষেত্রে রাজ্য শিক্ষা দফতরের অনুমোদন লাগবে। তাই গোটা বিষয়টি আলোচনার স্তরে আছে।
টেট পরীক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ঘোষণায় রাজ্যের চাকরিপ্রার্থীরা উজ্জীবিত। তবে তাঁদের কিছুটা সাবধানবাণী শুনিয়ে পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেট পাস মানেই চাকরি পাওয়া নয়। তার জন্য চাকরির বিজ্ঞপ্তি জারি হতে হবে। যথোপযুক্ত প্রক্রিয়া মেনে নিয়োগ করা হবে। সেখানে টেটে প্রাপ্ত নম্বরের পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
আরো আপডেট: আদালতের রায়ে শিক্ষকের ১ লক্ষ টাকা জরিমানা
এদিকে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে বের হবে সেই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এক্ষুণি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। কারণ এই সংক্রান্ত বেশ কয়েকটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারাধীন। ফলে আদালত নির্দেশ না দিলে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি বের করা কঠিন।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
🔥 গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
🔥 আরো চাকরির আপডেট- Click Here