Primary TET Interview | প্রাইমারি টেটের সপ্তম দফার ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ!





Primary TET Interview

প্রকাশ পেল প্রাইমারি টেটের সপ্তম পর্যায়ের ইন্টারভিউর দিনক্ষণ। এদিন অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর তারিখ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, এই পর্যায়ে বীরভূম জেলার পরীক্ষার্থীদের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। এই সম্পর্কিত বিজ্ঞপ্তিটি দেখার জন্য পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (wbbpe.org) যেতে হবে পরীক্ষার্থীদের।

পর্ষদের বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, প্রাইমারি টেটের সপ্তম দফার ইন্টারভিউ শুরু হবে আগামী ১৩ই মার্চ থেকে। এই পর্বে কেবলমাত্র বীরভূম জেলার চাকরিপ্রার্থীদের আগামী ১৩, ১৪ এবং ১৫ই মার্চ ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে। সেক্ষেত্রে নির্ধারিত দিনে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে ডকুমেন্টগুলি নিয়ে আসতে হবে তার একটি তালিকা দিয়েছে পর্ষদ। সেগুলি হলো- টেটের অ্যাডমিট কার্ড, টেট উত্তীর্ণ হওয়ার নথি(প্রিন্ট করা), মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, বি.এড/ডি.এল.এড/ডি.এড এর মার্কশিট, ভোটার বা আধার কার্ড, নিজের স্বাক্ষর যুক্ত পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট(যদি থাকে) ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তার শংসাপত্র ইত্যাদি।

ALSO READ :   মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা

আরও পড়ুনঃ ডি.এল.এড পরীক্ষা স্থগিত রাখলো প্রাইমারি বোর্ড 

Primary Interview

ইতিমধ্যেই ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ নেওয়া চলছে। মার্চের ১ তারিখ পর্যন্ত ষষ্ঠ দফার ইন্টারভিউ সেরে সপ্তম দফার ইন্টারভিউ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগের প্রতিটি দফার মতো এক্ষেত্রেও বজায় থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মনীতির ঘেরাটোপ। সূত্রের খবর, মার্চের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top