আইআইটির প্রবেশিকায় দুর্দান্ত রেজাল্ট! নাম উজ্জ্বল করলেন বাংলার মেয়ে

আইআইটির প্রবেশিকায় দুর্দান্ত রেজাল্ট

কিছুদিন আগে প্রকাশ পেয়েছে আইআইটি জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর মাস্টার্স (JAM) পরীক্ষার ফলাফল। এই সর্বভারতীয় পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে নজির গড়লেন পুরুলিয়ার মেয়ে ইতি মাহাতো। প্রকাশিত রেজাল্ট অনুসারে জানা যায়, সর্বভারতীয় স্তরে তিনি ১৪ তম স্থান অর্জন করেছেন।

পুরুলিয়া জেলার কাশিপুর থানার অন্তর্গত সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভালাগোড়া গ্রামের বাসিন্দা ইতি মাহাতো। সোনাইজুড়ি আঞ্চলিক হাইস্কুলে পড়াশোনা করেছেন তিনি। সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯১.৭১ শতাংশ। এরপর তিনি ভর্তি হন বাঁকুড়ার কমলপুর নেতাজি হাইস্কুলে। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৯০.৮ শতাংশ। পরবর্তীতে রসায়ন বিষয় নিয়ে পড়াশোনার জন্য রঘুনাথপুর কলেজে ভর্তি হন। বর্তমানে সেখানেই তৃতীয় বর্ষের ছাত্রী তিনি।

চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

join Telegram

পড়ুয়া ইতি মাহাতোর বাবা স্কুল শিক্ষক ও মা গৃহবধূ। মেয়ের সাফল্যে খুশি তাঁর পরিবার থেকে পরিজন। আগামী দিনে রসায়ন নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রসঙ্গত, সর্বভারতীয় স্তরের পরীক্ষায় পুরুলিয়ার ছাত্রছাত্রীদের এহেন সাফল্য ক্রমাগতই প্রমাণ করছে যে শিক্ষা ক্ষেত্রে প্রতিনিয়ত এগিয়ে চলেছে পুরুলিয়া।

ALSO READ :   রাজ্য পঞ্চায়েত দপ্তরে GRS ও VLE পদে নিয়োগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে -WB Govt Recruitment

FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top