রাজ্যের ওয়ান স্টপ সেন্টারে কর্মী নিয়োগ, 29 জুন পর্যন্ত আবেদন চলবে

● Purulia Job Recruitment 2022 : রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যের ওয়ানস্টপ সেন্টারে চুক্তিভিত্তিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।

Purulia Jobs recruitment 2022

পুরুলিয়া জেলার চাকরি খবর ২০২২

পদের নাম (Post Name)

● সেন্টার অ্যাডমিনিস্ট্রেশন। (Center Administration)
● কেস ওয়ার্কার (Case Worker)।

শূন্যপদ (Vacancy)

সেন্টার অ্যাডমিনিস্ট্রেশন। (Center Administration) – ০১ টি
কেস ওয়ার্কার (Case Worker) – ০২ টি

বেতন কাঠামো (Pay Scale)

সেন্টার অ্যাডমিনিস্ট্রেশন। (Center Administration) – প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
কেস ওয়ার্কার (Case Worker) – প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

সেন্টার অ্যাডমিনিস্ট্রেশনঃ আগ্রহী প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, যে কোন শাখায় মাস্টার ডিগ্রী (স্নাতকোত্তর) পাশ করতে হবে। প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় অবশ্যই পড়তে, লিখতে ও বলতে জানতে হবে, এমনকি প্রার্থীদের তিন বছরের সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে।

কেস ওয়ার্কারঃ সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, যে কোন শাখায় স্নাতক ডিগ্রী পাস করতে হবে। তাছাড়াও প্রার্থীদের কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় অবশ্যই পড়তে, লিখতে ও বলতে জানতে হবে, এমনকি প্রার্থীদের তিন বছরের সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)

সর্বনিম্ন বয়সঃ 18 বছর
সর্বোচ্চ বয়সঃ 45 বছর

ALSO READ :   রাজ্যে Software Support Personnel পদে কর্মী নিয়োগ

আবেদনের মাধ্যম (How To Apply)

● আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আবেদনকারীকে প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং নির্ভুলভাবে অনলাইন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র- 

 ১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। 
 ২) আধার কার্ড / ভোটার কার্ড। 
 ৩) বয়সের প্রমান পত্র। 
 ৪) পাসপোর্ট সাইজ কালার ছবি। 
 ৫) কাজের অভিজ্ঞাতা সার্টিফিকেট। 
 ৬) কাস্ট সার্টিফিকেট।

আবেদন ফি (Application Fee’s)

জেনারেল প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

● লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

আবেদন শুরু তারিখঃ 15/06/2022
আবেদনের শেষ তারিখঃ 29/06/2022

 

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Apply Now(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে Check Now(link)
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল Join Now(link)

👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top