Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার জন্য একাধিক ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল





২৩ শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে মাধ্যমিক। ফলে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে পৌছতে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সে বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এবার রেলের তরফে গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

সম্প্রতি রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে বাড়ানো হবে একাধিক ট্রেনের স্টপেজ। সকাল ১০টা থেকে ১১:৪৫ পর্যন্ত ও বেলা ৩টে থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত একাধিক এএমইউ এবং প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, শিয়ালদহ-রানাঘাট সেকশনের ট্রেনগুলি পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে। এছাড়া বারাসত-বনগাঁ সেকশনের ট্রেনগুলি বিভূতিভূষণ হল্টে দাঁড়াবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

FB Join

জানা যাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে এই সিদ্ধান্ত বজায় রাখা হবে। অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু করে ৪ মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে ট্রেনের স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে অত্যন্ত সতর্ক রাজ্য প্রশাসন থেকে মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোপরি সুষ্ঠু ভাবে পরীক্ষার পরিচালনায় একাধিক পদক্ষেপ ও নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

ALSO READ :   রাজ্যের সরকারি ডি.এল.এড কলেজে চাকরি! আবেদন প্রক্রিয়া, নিয়োগের বিস্তারিত বিষয় দেখুন








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top