rbi assistant 2022 notification rbi assistant 2022 apply online rbi assistant 2022 syllabus rbi assistant 2022 age limit rbi assistant 2022 exam date
RBI assistant recruitment 2022: পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি দারুণ সুখবর। RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ৯৫০ টি শূন্যপদে এসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ভারতের যেকোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই চাকরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স সীমা কত বেতন কত সিলেকশন প্রসেস সমস্ত কিছু নিয়েই আপনাদের জন্য এই প্রতিবেদনটি।
RBI Assistant Recruitment 2022 Notification | |
---|---|
নিয়োগকারী সংস্থা | রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) |
পদের নাম | এসিস্ট্যান্ট |
শূন্যপদের সংখ্যা | ৯৫০ টি |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
চাকরি বিভাগ | কেন্দ্রীয় সরকারি চাকরি |
আবেদন শুরুর তারিখ | ১৭ই ফেব্রুয়ারি,২০২২ |
আবেদনের শেষ তারিখ | ০৮ই মার্চ,২০২২ |
নিয়োগ স্থান | ভারত জুড়ে |
অফিসিয়াল ওয়েবসাইট | https://m.rbi.org.in//home.aspx |
পদের নাম : এসিস্ট্যান্ট
শূন্যপদ : মোট ৯৫০ টি।
বয়স সীমা : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে সামগ্রিকভাবে ৫০% নম্বর নিয়ে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের জ্ঞান থাকতে হবে।
বেতন কাঠামো : প্রায় ১৪,৬৫০/- টাকা থেকে ৩৬,০৯১/- টাকা প্রতি মাসে।
আবেদন ফি :
- জেনারেল ও ওবিসি প্রার্থীদের : ৪০০/- টাকা।
- এসটি/এসসি/p.w.d. প্রার্থীদের : ৫০/- টাকা।
নির্বাচন পদ্ধতি : পদগুলির জন্য নির্বাচন করার মাধ্যম হল:-
- অনলাইন পরীক্ষা- ফেজ – I এবং ফেজ – II
- ভাষার দক্ষতা টেস্ট (LPT)।
পরীক্ষার প্যাটার্ন:
- মোট প্রশ্নের সংখ্যা – ৩টি বিভাগে ১০০টি
- ইংরেজি : ৩০ টি
- গণিতে – ৩৫ টি
- রিজনিং এবিলিটি: ৩৫ টি
- মোট মার্কস – ১০০
- সময় – প্রতিটি বিভাগের জন্য ২০ মিনিট
পরীক্ষার সেন্টার : কলকাতা।
কিভাবে আবেদন করবেন : অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এছাড়াও নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন এই পদের জন্য। তবে আবেদন করার আগে অনুরোধ করবো অফিশিয়াল নোটিশটি ভালোভাবে পড়তে।
গুরুত্বপূর্ণ তারিখ :
- আবেদন শুরু তারিখ : ১৭ই ফেব্রুয়ারি,২০২২
- আবেদন করার শেষ তারিখ : ০৮ই মার্চ,২০২২
- পরীক্ষার তারিখ : ২৬ই ও ২৭ই মার্চ,২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notice | |
Apply Link | |
Official Website |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)