রাম মনোহর লোহিয়া হাসপাতালে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৩ মার্চ পর্যন্ত

রাম মনোহর লোহিয়া হাসপাতালে কর্মী নিয়োগ

ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে সিনিয়র রেসিডেন্টস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No– 03-26/2023-RMLH(HA-II)/8958
পদের নাম- Senior Resident
মোট শূন্যপদ– ১৩৯ টি।
যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে সেগুলো হলো- Anesthesia, Biochemistry, ENT, Medicine, Microbiology, Orthopaedic, Rediology সহ বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে BECIL -এ কর্মী নিয়োগ

join Telegram

শিক্ষাগত যোগ্যতা- NMC অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্ৰি/ ডিপ্লোমা/ ডিএনবি সহ MBBS করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৬৭,৭০০/- টাকা থেকে ২,০৮,৭০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।

ALSO READ :   এই মাসেই প্রকাশ পাচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? জেনে নিন কেন এমন সম্ভাবনা!

চাকরির খবরঃ কেন্দ্রীয় বিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

আবেদন ফি- আবেদন ফি বাবদ UR/ OBC প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online Transfer -এর মাধ্যমে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Central Diary & Dispatch Section, Near Gate No. 3, ABVIMS & Dr. Ram Manohar Lohia Hospital, New Delhi- 110001
আবেদনের শেষ তারিখ- ১৩ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top