নয়াদিল্লী : দেশ তথা রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে সরকারি ভাবে চালু রয়েছে একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। এক্ষেত্রে অনেক স্বেচ্ছা সেবী সংস্থাও দুঃস্থ ছাত্র- ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে ব্যাঙ্ক। দুঃস্থ পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করতে গোটা দেশ ব্যাপি চালু রয়েছে SBI স্কলারশিপ। কি ভাবছেন ? বিশ্বাস হচ্ছে না তো । তবে এ ঘটনা একেবারে নিশ্চিত সত্য।
আসলে অনেক পড়ুয়া তাদের পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মূলত তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে স্বনির্ভর হতে পারে তার জন্য SBI ফাউন্ডেশনের পক্ষ থেকে SBI আশা স্কলারশিপ (SBI Asha Scholarship) প্রদান করা হয়ে থাকে।
সাড়া দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য প্রতিবছর নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) অব ইন্ডিয়া ।
এর পাশাপাশি চলতি আর্থিক বছর অর্থাৎ ২০২৩ -২৪ অর্থ বর্ষে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে চালু হয়েছে ইয়ুথ ফর (Youth For India Fellowship) ইন্ডিয়া ফেলোশিপ । মূলত পড়ুয়াদের পড়াশোনায় যাতে আর্থিক অনটনের কারণে কোনও বিঘ্ন না ঘটে সে জন্যই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে । এ ছাড়াও দেশের কৃতী ছাত্র-ছাত্রী অর্থাৎ পড়ুয়াদের উন্নয়নের লক্ষ্যেই এই ফেলোশিপ চালু করা হয়েছে ।
এবার এক নজরে দেখে নেওয়া যাক SBI ফেলোশিপের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে :
১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্র- ছাত্রীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে ।
২) আবেদনকারী পড়ুয়ার বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের
মধ্যে ।
৩. এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
৪. আবেদনকারী পড়ুয়াকে SBI-এর নির্দিষ্ট ওয়েব সাইট এ গিয়ে আবেদন করতে হবে।
৫. ভারতবর্ষ অথবা বিদেশে বসবাসরত পড়ুয়ারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন ।
আবেদনের সময়সীমা –
SBI ফেলোশিপের আবেদন প্রক্রিয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে , এই প্রক্রিয়া চলবে আগামী ৩০ এপ্রিল অর্থাৎ 30-04-2023 পর্যন্ত ।
লক্ষীর ভান্ডার নিয়ে জোরালো সুসংবাদ, না দেখলে চরম মিস -WB Lakshmir Bhandar Update
আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে :
১. আবেদনকারী ছাত্র -ছাত্রীর বিগত বছরের পরীক্ষার মার্কশিট।
২. আধার কার্ড ।
৩. পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ।
৪. আবেদনাকারী পড়ুয়ার ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য ।
৫. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।
তাহলে আর দেরি না করে যদি উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে এখনই আবেদন করুন SBI ইয়ুথ ফর ফেলোশিপের জন্য
written by – Somnath Pal
Online Website : Click Here
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
TAG – #SBI #SCHOLARSHIP #FELLOWSHIP #STUDENT #EDUCATION