ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৫ মার্চ পর্যন্ত

ভারতীয় স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- CRPD/SCO/2022-23/34
পদের নাম- Manager (Retail Products)
মোট শূন্যপদ- ৫ টি। (UR-4, OBC-1)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBA সহ Retail Banking -এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- পে লেভেল অনুযায়ী ৬৩,৮৪০/- টাকা থেকে ৭৮,২৩০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।

পদের নাম- Faculty
মোট শূন্যপদ– ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২৮ বছর থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী বার্ষিক ২৫-৪০ লক্ষ টাকা।

ALSO READ :   বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | BSK Online Apply 2023

চাকরির খবরঃ রাজ্যের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ

join Telegram

পদের নাম- Senior Executive
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Statistics/ Mathematics/ Economics বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী বার্ষিক ১৫-২০ লক্ষ টাকা।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৭০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ১৫ মার্চ, ২০২৩
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ALSO READ :   Madhyamik 2023: গ্রুপ ডি স্টাফের ঘাটতি পূরণে এবার ভাড়া করা গ্রুপ ডি কর্মীরা থাকছেন মাধ্যমিক পরীক্ষায়!

FB Join

Official Notification: Link 1/ Link 2/ Link 3
Apply Now: Link 1/ Link 2/ Link 3

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top