রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ, ই-মেইলের মাধ্যমে আবেদন করুন





রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

রাজ্যের স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No-
পদের নাম- PGT/ TGT/ Montessori Teacher
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো- Hindi, English, Math, Physics, Biology
শিক্ষাগত যোগ্যতা- Montessori Teacher পদের ক্ষেত্রে Montessori Trained সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। TGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে Graduate পাশ সহ B.ed করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। PGT পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে Post Graduate পাশ সহ B.ed করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির খবরঃ ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে PDF Format -এ [email protected] -এ ইমেইল করতে হবে।
আবেদন শেষ তারিখ- এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি।

ALSO READ :   দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে প্রাইমারি ও হাইস্কুলে 1 লক্ষ 70 হাজার শিক্ষক নিয়োগ

FB Join

Official Notification: Download Now
Official Facebook Page: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top