SSC সিলেকশন পোস্টে নতুন নিয়োগ | এসএসসি সিলেকশন পোস্ট ফেস ১০

SSC Phase 10 Post And Salary, SSC Phase 10 Post Name, SSC Phase 10 notification 2022 pdf , SSC Phase 10 notification 2022 download
এসএসসি সিলেকশন পোস্ট ফাসে ১০ : সমস্ত ভারত বর্ষ তথা পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। অবশেষে প্রকাশিত হল গ্রুপ সি ও ডি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি SSC-র তরফ থেকে। শুধু মাধ্যমিক পাশে সকল যুবক যুবতী এই পদের জন্য আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রুপ সি ও ডি পদে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত সবিস্তারে আলোচনা করা হয়েছে। SSC Selection Posts Recruitment 2022
SSC Selection Posts (Phase-X) Recruitment 2022
নিয়োগকারী সংস্থা Staff Selection Commission
পদের নাম SSC Selection Posts
শূন্যপদ ১৯২০ টি
আবেদন মাধ্যম Online
আবেদন শুরু তারিখ 12th May 2022
আবেদনের শেষ তারিখ 13th June 2022
SSC Selection Posts Phase-X

পদের নাম : SSC Selection Posts (Phase-X)
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা সাধারণত মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ ও যে কোন ডিগ্রী করলে এই পদে আবেদন করতে পারবে।
বয়সসীমা : এই চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।
শূন্যপদ সংখ্যা : মোট ১৯২০ শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :SSC-র অফিসিয়াল ওয়েবসাইট তথা ssc.nic.in এ গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করতে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে তারপর লগইন করে অনলাইন আবেদন পত্র পূরণ করতে হবে।
আবেদনের তারিখ সমূহ : অনলাইন আবেদন গ্রহন শুরু হয়েছে 12/05/2022 থেকে এবং অনলাইন আবেদন গ্রহন হবে 13/06/2022
মাসিক বেতন : মাসিক বেতন হিসেবে 5,200 – 34,800 টাকা দেওয়া হবে।
আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের মধ্যে সাধারণ ও ওবিসিদের জন্য অনলাইন ফী হিসেবে 100 টাকা অনলাইনের মাধ্যমে ( Debit/Credit /Net Banking) এর মাধ্যমে জমা করতে হবে। এছাড়াও SC,ST ও PH দের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া :লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মোট 4 টি বিষয় থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল এয়ারনেসন, অঙ্ক ও ইংরেজি প্রভৃতি। পরীক্ষায় পাশ করলে পরে ইন্টারভিউ এ ডাকা হবে। গ্রুপ সি পদের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট ও নেওয়া হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
ALSO READ :   রাজ্যের DM অফিসে নতুন ক্লার্ক নিয়োগ ,আবেদন করুন ই-মেইল এর মাধ্যমে

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top