SSC MTS-এর আবেদনের জন্য ৭ দিন বাড়ানো হলো, ১১ হাজার শূন্যপদে আবেদন না করলে আজকেই আবেদন করুন

SSC MTS 11 Vacancy Last Date Increase

স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের জন্য ৭ দিন আরো বেশি সময় দেওয়া হল। আপনি যদি এখনো আবেদন করে না থাকেন তাহলে আজকেই আবেদন করে ফেলুন। ১১ হাজারের বেশি শূন্যপদ থাকায় অনেকেরই চাকরির সুযোগ রয়েছে। 

প্রতি বছরই কেন্দ্র সরকারের অধীনে পরিচালিত স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর মাধ্যমে মাধ্যমিক পাশে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া চলে। এখানে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) এবং হাবলদার পদে হাজার হাজার শূন্যপদে লোক নিয়োগ হয়। কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি হওয়ায় সারা ভারতের সমস্ত রাজ্য থেকে লক্ষ লক্ষ ছেলে-মেয়েরা এতে আবেদন করে থাকে। 

জানুয়ারি মাসের ১৮ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমে এর লাস্ট ডেট ছিল ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ। কিন্তু SSC এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি জারি এতে আবেদন করার সময়সীমা 7 দিন বাড়ানোর বিষয়ে জানানো হয়েছে। 

অনেক চাকরিপ্রার্থীরা যারা এই কয়েকদিনে আবেদন করতে পারেনি তাদের আবেদন সুযোগ বাড়ল। আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখ অবধি এখানে আবেদন করা যাবে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য আবেদন করার লিংক আমরা এই পেজে নিচে দিয়ে রেখেছি। আবেদন করার আগে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত একবার জেনে নেবেন। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি এই বিষয়ে সব কিছুই জানতে পারবেন। 

ALSO READ :   সন্ত্রাসের অতীত পেরিয়ে সাফল্যের সান্নিধ্যে জঙ্গলমহলের তরুণী! জানুন তাঁর সংগ্রামের কাহিনী

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

SSC MTS 2023: Apply Now

SSC Website: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top