SSC CGL: প্রকাশিত হয়েছে সিজিএল Tier-ll পরীক্ষার নির্ঘণ্ট! কবে কোন পরীক্ষা? জেনে নিন

SSC CGL

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর তরফে প্রকাশ পেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (সিজিএল) Tier-ll পরীক্ষার  সময়সূচি। এসএসসির তরফে জানানো হয়েছে, মার্চের ২ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে সিজিএল দ্বিতীয় স্তরের পরীক্ষা আয়োজিত হবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (ssc.nic.in) এ গিয়ে সময়সূচি দেখে আসতে পারেন।

সিজিএল Tier-ll পরীক্ষাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। যার মধ্যে সকালের পর্বটি শুরু হবে সকাল ৯টা থেকে ও দুপুরের পর্বটি শুরু হবে দুপুর ২টো থেকে। সিজিএল দ্বিতীয় স্তরের প্রথম পেপারের পরীক্ষাটি আয়োজিত হবে ২, ৩, ৬ ও ৭ ই মার্চ নাগাদ। প্রথম পেপারের পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। যার প্রথম শিফটটি হবে সকাল ৯টা থেকে দুপুর ১১:১৫ পর্যন্ত এবং সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অন্যদিকে দ্বিতীয় শিফটটি হবে দুপুর ২টো থেকে দুপুর ২:৪০ পর্যন্ত। এই পরীক্ষাটির জন্য ৪০ মিনিট সময় দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যের জেলা পরিষদে কর্মী নিয়োগ
join Telegram
পেপার ২ ও পেপার ৩ এর পরীক্ষা আয়োজিত হবে আগামী ৪ই মার্চ নাগাদ। সেদিন পেপার ২ ও পেপার ৩ এর পরীক্ষাটি আয়োজিত হবে। প্রথম শিফটে পেপার ২ পরীক্ষার জন্য থাকবে দুই ঘন্টা সময়। পরীক্ষা চলবে সকাল ৯টা থেকে দুপুর ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটে পেপার ৩ এর পরীক্ষা চলবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ পেয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। অতি শীঘ্রই তা ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা। এছাড়া পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য জানার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।
FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top