SSC Recruitment: বাড়লো GD কনস্টেবল নিয়োগের শূন্যপদের সংখ্যা! বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো এসএসসি!





SSC Recruitment

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে জেনারেল ডিউটি (GD) কনস্টেবল নিয়োগের শূন্যপদ বৃদ্ধি করা হলো। এবার আরও বেশি শূন্যপদে প্রার্থী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী প্রার্থীরা (ssc.nic.in) ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।

এর আগে ২০২২ এ এসএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জিডি কনস্টেবল পদে ২৪,৩৬৯ টি শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি নতুন বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, এই শূন্যপদ বৃদ্ধি করা হয়েছে। নয়া সিদ্ধান্ত অনুযায়ী মোট ৪৬,৪৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রথম দফায় ৪৬,২৬০ ও দ্বিতীয় দফায় ১৭৫ পদে নিয়োগ করবে এসএসসি। জিডি কনস্টেবল পরীক্ষায় প্রতি রাজ্যে কত ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ হবে তা তালিকার মাধ্যমে জানিয়েছে কমিশন।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

join Telegram

জিডি কনস্টেবল পদের পরীক্ষায় প্রতিবার অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। বিএসএফ, এসএসএফ, নার্কোটিক্স ব্যুরো, অসম রাইফেলস সহ বিভিন্ন বিভাগের জিডি কনস্টেবল পদে প্রার্থী নিয়োগ করা হবে এসএসসির তরফে। যার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এ সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগ করবে কমিশন। প্রসঙ্গত, এবছরের জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হওয়া জিডি কনস্টেবল পদের পরীক্ষাটি চলবে আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর মার্চ মাসে পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে।

ALSO READ :   রাজ্যের অনগ্রসর শ্রেনি উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ, অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে চাকরি

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top