Reservation: আর্থিকভাবে অনগ্রসরদের সরকারি চাকরিতে সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য!

Reservation

রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে দাবি জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরেই। তবে এবার সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য। জানা যাচ্ছে, এবার থেকে সরকারি চাকরিতে আর্থিকভাবে অনগ্রসরদের জন্য আসন সংরক্ষিত হবে।

সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস আসন সংরক্ষণের উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত সরকারি নিয়মাবলী বা ১০০ পয়েন্ট রস্টার সংশোধনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। এর মধ্যেই উল্লেখ করা হয়েছে সংরক্ষণ সম্পর্কিত নতুন শর্ত। ইতিমধ্যে রাজ্য সরকারের সকল দপ্তরে পাঠানো হয়েছে নির্দেশিকা। নয়া এই শর্ত যাতে যথাযথভাবে কার্যকর হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলে জানা যাচ্ছে।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শিক্ষা এবং চাকরিতে দশ শতাংশ আসন সংরক্ষণের রায় দিয়েছিল। এ বিষয়ে নির্দেশিকাও জারি করেছিল রাজ্য শ্রম দপ্তর। তবে এবার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। চাকরির ক্ষেত্রে আর্থিক অনগ্রসরদের সংরক্ষণ নিঃসন্দেহে ভালো দিক। তবে পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের এই সিদ্ধান্ত গ্রহণ প্রসঙ্গে আলোচনা চলছে বিভিন্ন মহলে।

ALSO READ :   NTPC-তে শতাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, রাজ্যের চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে

FB Join

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top