
TET 2022 PPR/ PPS Notice: যেসব TET পরীক্ষার্থীরা অল্প কিছু নম্বরের জন্য ২০২২ সালের টেট পরীক্ষা পাশ করতে পারেন নি, তাদের জন্য সুখবর। পর্ষদের তরফ থেকে এবার আনা হয়েছে Post Publication Scrutiny (PPS) এবং Post Publication Re- evaluation (PPR) এর সুবিধা। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ (WBBPE)।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- প্রত্যেক TET প্রার্থী, যারা 11.12.2022 তারিখে প্রাইমারি শিক্ষক নিয়োগ বোর্ড পরিচালিত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, টেট ২০২২ (TET 2022) দিয়েছেন, তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অর্থাৎ www.wbbpe.org বা https://wbbprimary education.org এ গিয়ে, PPS (পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি) এবং/অথবা PPR (অপটিক্যাল মার্ক রিকগনিশন সিস্টেমের মাধ্যমে প্রকাশনা পুনঃমূল্যায়ন) এর সুবিধা গ্রহণ করতে পারেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, PPS এবং PPR এই সুবিধে দুটি 03.03.2023 তারিখের বিকেল ৫ টা থেকে পাওয়া যাবে। তবে এই সুবিধে দুটি বিনামূল্যে হবে না। টাকা কড়ি খরচা করে এই দুই সুবিধে নিতে হবে। টাকার পরিমাণ ধার্য্য করা হয়েছে ১,০০০ টাকা। অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হবে। যাঁরা পরিষেবা নিতে চান, তাঁদের 10.03.2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
রাজ্য এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম। এমন আবহে টেটের মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ সম্ভাব্য স্বচ্ছতা বজায় রাখার জন্য বোর্ড আয়োজনকারী পরীক্ষক সংস্থা হিসাবে, অংশগ্রহণকারী প্রার্থীদের এই ধরনের সুবিধা দিয়েছে।
TET 2022 এর PPR/PPS এর জন্য আপনি নীচের ধাপগুলি অণুসরণ করে খুব সহজেই আবেদন করতে পারবেন। দেখে নিন:
১. আবেদন করার জন্য প্রথমেই www.wbbpe.org অথবা https://wbbprimaryeducation.org যে কোনো একটি সাইটে যান।
২. এবার “TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) FOR CLASSES I TO V” লেখা অপশনটিতে ক্লিক করুন।
৩. এবার আপনার সামনে যে পেজটি খুলে যাবে, সেখানে “APPLICATION FOR PPS/ PPR OF TET-2022” অপশনটি লেখা থাকবে। অপশনটিতে ক্লিক করুন এবং স্ক্রুটিনি করার জন্য আবেদন করুন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান- উপরের লিংকে অথবা নিচের লিংকে ক্লিক করে জয়েন হতে পারবেন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 টেলিগ্রাম চ্যানেলে: Join Now
এগুলিও পড়ুন-
💡 সিভিক পুলিশদের নিয়ে বিরাট ঘোষনা মমতা সরকারের
💡 বন্ধের মুখে রাজ্যের ৮২০৭ স্কুল? তালিকা দিলো স্কুল শিক্ষা দপ্তর
💡 মাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষায় আরো কড়া নিয়ম করল পর্ষদ