
TET 2022 Case on Wrong Questions: প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে না, এ যেন বিধির লিখন হয়ে গিয়েছে! কেন এই কথা বলা হচ্ছে? তাহলে একটু পিছন পথে হাঁটা যাক। শিক্ষক নিয়োগে দুর্নীতি, টেট পরীক্ষার উত্তরপত্রে কারচুপির মত বহু অভিযোগ সামলে গত বছর ১১ ডিসেম্বর ২০২২ সারা রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা আয়োজিত হয়।
দীর্ঘ পাঁচ বছর পর এই পরীক্ষা হয়েছিল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষাকেন্দ্রগুলিকে। সত্যি বলতে পরীক্ষার দিন কোনও বিতর্ক দেখা যায়নি। এর দু’মাসের মাথায় গত ১০ ফেব্রুয়ারি তারিখ টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই আদালতে এই পরীক্ষা নিয়ে ফের মামলা শুরু হয়েছে।
২০২২ টেটের ৭ টি প্রশ্ন নিয়ে আদালতে কেস
১১ ডিসেম্বর টেট পরীক্ষায় বসেছিল রাজ্যের প্রায় ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী। ১০ ফেব্রুয়ারি ফলাফল বের হলে দেখা যায় ১ লক্ষ ৫০ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী পাস করেছে। এর আগেই অবশ্য ‘মডেল অ্যানসার কি’ প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু পর্ষদের চিহ্নিত করা সঠিক উত্তর নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন একাধিক পরীক্ষার্থী। শুক্লা ভট্টাচার্য সহ এই অন্য টেট পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে তাঁদের দায়ের করা মামলায় দাবি করেছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের ৭ টি প্রশ্নের উত্তর ভুল। তাই তাঁদের ওই প্রশ্নগুলিতে পুরো নম্বর দিতে হবে।
এই মামলাকারীদের দাবি প্রশ্নগুলো এমনই ছিল যে পর্ষদ যেটিকে সঠিক উত্তর বলে চিহ্নিত করেছে তার সঙ্গে আরও একটা করে উত্তর ঠিক! ফলে টেটের উত্তর বিতর্কে আবারও জড়িয়ে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নাম। আগামী সপ্তাহেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে টেট পরীক্ষার্থীদের দায়ের করা এই মামলার শুনানি হতে পারে।
৭ টি প্রশ্ন ভুল প্রমানিত হলেই বেড়ে যাবে টেট পাশের সংখ্যা
এই মামলার পর টেট পাস করা চাকরিপ্রার্থীর সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। তাঁদের যুক্তি, কলকাতা হাইকোর্টে যদি মামলাকারীরা জিতে যান তবে ওই ৭ টা প্রশ্ন পিছু নম্বর দিতে হবে পর্ষদকে। সেক্ষেত্রে আরও অনেক পরীক্ষার্থী পাস করবেন, তেমনই পাল্টে যাবে বর্তমান পাস করাদের মেধা তালিকা। সব মিলিয়ে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা বাড়বে।
আরো পড়ুন 👇👇
💡পশ্চিমবঙ্গ পুলিশে ১২ হাজার নতুন নিয়োগ, বয়সসীমা বাড়লো
💡২০২২-এর পুরো টেট পরীক্ষা বাতিলের মুখে? আদালতে নতুন মামলা
তবে টেট পরীক্ষায় পাস করাদের সংখ্যা বাড়বে কিনা, যে ৭ টি প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ করে মামলা হয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে এসবই এখন জল্পনার স্তরে আছে। কারণ বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে অনুমান করতে পারলেও নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। এই মামলার শুনানি এখনও পর্যন্ত শুরু হয়নি। এরপর আদালত কী রায় দেয় তার উপর নির্ভর করছে সবটা। তবে এটা বলাই যায়, এই মামলা ঘিরে আশায় বুক বাঁধতে দিয়ে শুরু করেছেন একটুর জন্য টেট পাস করতে না পারা চাকরিপ্রার্থীরা।
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
চাকরির আপডেট 👇👇
💡 কলকাতা পুলিশে নতুন করে ৩০৬ টি শূন্যপদে নিয়োগ
💡 রাজ্যের বিদ্যুৎ বিভাগে বিনা পরীক্ষায় চাকরির সুযোগ
💡 শুধুমাত্র মাধ্যমিক পাশে স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে রাজ্যে নিয়োগ