UGC NET Answer Key: ডাউনলোড করুন উত্তর মেলানোর জন্য!





Answer Key

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে প্রকাশ পেল ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC NET) ডিসেম্বর ২০২২ এর ‘Final Provisional Answer Key’। যে সকল পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাঁরা (ugcnet.nta.nic.in) এ গিয়ে প্রকাশিত ‘Answer Key’ দেখে আসতে পারেন।

‘Answer Key’ চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (ugcnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজের অন্তর্গত ‘UGC-NET DECEMBER 2022 – FINAL PROVISIONAL ANSWER KEY’ এর লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) এবার স্ক্রিনে ‘Answer Key’ দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

৪) এটি ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করে নিতে পারেন।

আরও পড়ুনঃ রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ

তবে আপনাদের জন্য এই প্রতিবেদনের নীচেই আছে সদ্য প্রকাশিত ‘Answer Key’ ডাউনলোড লিঙ্ক।

ইউজিসি নেট ডিসেম্বর ২০২২ পরীক্ষা আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারির ২১ তারিখ থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত। প্রায় ৬৬৩ টি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শিফটে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। ৮৩টি বিষয়ের উপর এই পরীক্ষা হয়। আর এবার প্রকাশ পেল পরীক্ষার ‘অ্যানসার কি’। মনে করা হচ্ছে অতি শীঘ্রই প্রকাশ পাবে পরীক্ষার ফলাফল। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

ALSO READ :   ISRO তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, ১৬ মে পর্যন্ত চলবে আবেদন

Answer Key

UGC NET FINAL PROVISIONAL ANSWER KEY: Download Now








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top