রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর (HEALTH &FAMILY WELFARE )। রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Recruitment Notice No: 196/DH&FWS/SLG/23 Dated – 31/01/2023
প্রথমে আসি শূন্য পদ সম্পর্কে –
১) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)
শূন্য পদ- ২৯ টি
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে।
২) পদের নাম- ‘মেডিসিন স্পেশালিষ্ট’ (Medicine Specialist)
শূন্য পদ – ২ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি সপ্তাহে ৩ দিন অন্তর ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে।
৩) পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট’ ( Pediatic Specialist )
শূন্য পদ – ২ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি সপ্তাহে ৩ দিন অন্তর ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে।
৪) পদের নাম- ‘স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'( Specialist G AND O)
শূন্য পদ – ২ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি সপ্তাহে ৩ দিন অন্তর ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে।
৫) পদের নাম- ‘অপথালমোলজিস্ট স্পেশালিস্ট’ ( Opthalmologist Specialist)
শূন্য পদ – ২ টি
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতি সপ্তাহে ৩ দিন অন্তর ৩ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি ধারী হতে হবে।
৬) পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )
শূন্য পদ– ২৮ টি
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
মাসিক বেতন–
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM/ B.Sc নার্সিং ডিগ্রি ধারী হতে হবে।
৮) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)
শূন্য পদ- ৬৪ টি
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয় হয়েছে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে
শিক্ষাগত যোগ্যতা- এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে ANM/GNM ডিগ্রিধারী হতে হবে ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM) আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
প্রার্থী নির্বাচন–
উল্লেখিত পদ গুলিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
এক্ষেত্রে উল্লেখিত শূন্য পদের জন্য মোট দুটি ধাপে সরাসরি ইন্টার্ভিউ রাখা হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফে । যেমন,
“স্টাফ নার্স “( STAFF NURSE) এবং “কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট” (COMMUNITY HEALTH ASSISTANT) পদের জন্য আবেদনকারী প্রার্থীকে চলতি মাসের ২৪ তারিখ অর্থাৎ 24/02/2023 তারিখে সংশ্লিষ্ট অফিসে সমস্ত ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টার্ভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে ।
পাশাপাশি “মেডিক্যাল অফিসার ” (MEDICAL OFFICER) পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে চলতি মাসের ২৩ তারিখ অর্থাৎ 23/02/2023 তারিখে সংশ্লিষ্ট অফিসে সমস্ত ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টার্ভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । তবে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.wbhealth.gov.in ) অথবা (www.darjeeling.gov.in) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টার্ভিউয়ের দিন সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbhealth.gov.in) অথবা (www.darjeeling.gov.in) -এ
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH