রাজ্যে কনস্টেবল নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত! ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী





রাজ্যে কনস্টেবল নিয়োগ

রাজ্যে কনস্টেবল পদের নিয়োগে গৃহীত হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, এবার থেকে কনস্টেবল পদে আবেদন জানাতে পারবেন রূপান্তরকামী প্রার্থীরা। রাজ্য সরকারের তরফে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি শীঘ্রই সংশ্লিষ্ট বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে।

এদিন রবীন্দ্র সদনে রূপান্তরকামীদের পরিচয়পত্র ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী শশী পাঁজা। সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তাঁর কথায়, রাজ্যের ট্রান্সজেন্ডার প্রার্থীরা এবার থেকে লেডি কনস্টেবল পদে আবেদন জানাতে পারবেন। সূত্রের খবর, কনস্টেবল পদের চাকরিতে মহিলাদের জন্য যে সংরক্ষণ আছে তার এক শতাংশ রাখা হবে রূপান্তরকামী প্রার্থীদের জন্য। রূপান্তরকামী প্রার্থীদের আবেদন যোগ্যতার দিক থেকে বেশ কিছু নিয়মনীতি মেনে চলা হবে। যেমন, তাঁদের শিক্ষাগত যোগ্যতায় ছাড় দেওয়া হচ্ছে। উচ্চতা কিংবা শারীরিক সক্ষমতার বিচারে তা পুরুষদের থেকে কম নারীদের থেকে বেশি হবে। এছাড়া কনস্টেবল পদে নিয়োগের ফিজিক্যাল টেস্ট আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মার্চ মাসের সমস্ত চাকরির খবর 

ALSO READ :   দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যে সরকারি স্কুলে স্কুলে ৩৮,৮০০ শূন্যপদে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

প্রসঙ্গত, ২০১৪ সালের নালসা রায় অনুসারে রূপান্তরকামী প্রার্থীদের ‘তৃতীয় লিঙ্গের’ মর্যাদা দেওয়া হয়। এরপর ২০১৯ সাল নাগাদ কেন্দ্রীয় ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন অনুযায়ী বিশেষ বিধি তৈরি হয়েছে রাজ্যের তরফে। গত বছর রাজ্য সরকার জানিয়েছিল পুলিশের চাকরিতে রূপান্তরকামীদের জায়গা দেওয়া হবে। আর এবার সেই উদ্দেশ্যেই গৃহীত হলো পদক্ষেপ। মনে করা হচ্ছে, রূপান্তরকামী প্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত আর্থ সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্রা রাখবে।

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top