
WB Primary TET 2023: ১১ই ডিসেম্বর ২০২২ যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয় এদিন ১০ই ফেব্রুয়ারি, ২০২৩। চলতি বছরেও প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগে নতুন বিজ্ঞপ্তি জারি হবে এমনটাই বললেন প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সভাপতি গৌতম পাল। এবার থেকে প্রত্যেক বছরই প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা অনুষ্ঠিত হবে এমনটাই বক্তব্য রেখেছিলেন পর্ষদ সভাপতি।
WB Primary TET 2023
বর্তমানে ২০১৪ ও ২০১৭ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ চলছে। ২০২২ সালে টেট পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ, যার মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ৫০ হাজারেরও বেশি। বর্তমান ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউর কার্যকলাপ শুরু হবে। এবং সম্ভবত পুজোর আগেই প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হবে এমনটাই সোশ্যাল মিডিয়ায় আলোচিত। তবে এখনও পর্যন্ত প্রাইমারি টেট ২০২৩ (Primary TET 2023) নিয়ে প্রাথমিক শিক্ষা পরিষদ কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি।
আরও পড়ুনঃ বোর্ড নয় এবার থেকে প্রশ্নপত্র তৈরি করবে স্কুল
এদিন ১০ই ফেব্রুয়ারি, প্রাইমারি টেট ২০২২ – এর ফলাফল প্রকাশের সময় প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন এ বছরেও হতে পারে প্রাইমারি টেট পরীক্ষা, এমন কি এবার থেকে বছরে দুবার প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হবে যথাযথ নিয়ম-বিধি মেনে, তবে সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের অনুমোদন আবশ্যিক। হাজার হাজার শূন্য পদ পূরণের জন্য পূজোর আগে নতুন বিজ্ঞপ্তি জারি হতে পারে এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচিত এবং পরীক্ষা হতে পারে ২০২৩ এর ডিসেম্বর নাগাদ।
প্রাইমারি টেট ২০২৩ (Primary TET 2023) সম্পর্কিত নতুন আপডেট পেতে Exam Bangla ফলো করুন।