SSC Group C: বিস্তর কারচুপি গ্রুপ- সি নিয়োগে! প্রকাশ পেল ৩১১৫ টি OMR শিট!





SSC Group C

রাজ্যে ২০১৬ সালের গ্রুপ সি পদের নিয়োগে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই তদন্তে গাজিয়াবাদ থেকে উদ্ধার হয় প্রায় ৩৪৭৭টি ওএমআর শিট। এর মধ্যে বেশ কিছু উত্তরপত্রে কারচুপির হদিশ মিলতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সংশ্লিষ্ট ওএমআর শিটগুলি জনসমক্ষে আনার নির্দেশ দেন এসএসসি কে। আর এবার আদালতের নির্দেশ মেনে ৩১১৫টি ওএমআর শিট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন।

২০১৬ সালে গ্রুপ সি পদের আরএলএসটি পরীক্ষায় বসা বহু চাকরিপ্রার্থীর উত্তরপত্রে অসংগতির অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল আদালতে। যদিও কমিশনের বক্তব্য ছিল বেশ কিছু ওএমআর শিটে দুর্নীতি হয়নি। আদালত কমিশনের উদ্দেশ্যে নির্দেশ দেয়, সঠিকভাবে খতিয়ে দেখে দুর্নীতিগ্রস্ত ওএমআর শিটগুলি প্রকাশ করতে। স্কুল সার্ভিস কমিশন ৩৪৭৭টি উত্তরপত্র খতিয়ে দেখে জানায় এর মধ্যে ৩১১৫ জনের ওএমআর শিটে গরমিল রয়েছে। বাকি ৩৬২টি ওএমআর শিট সঠিক রয়েছে।

চাকরির খবরঃ কলকাতা পৌরসভায় এইট পাশে কর্মী নিয়োগ

join Telegram

বৃহস্পতিবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই সকল দুর্নীতিগ্রস্ত উত্তরপত্রগুলি প্রকাশ পেয়েছে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা আদালত জানাবে। প্রসঙ্গত, নবম-দশম, গ্রুপ ডি পদের নিয়োগ দুর্নীতির ফলে চাকরি বাতিল হয়েছে অসংখ্য প্রার্থীর। এবার গ্রুপ সি পদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয় তাই এখন দেখার।

ALSO READ :   HS Exam 2023: পরীক্ষার্থী বাড়লো উচ্চমাধ্যমিকে! পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী!

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top