Madhyamik Exam 2023: মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ!





Madhyamik Exam

Madhyamik Exam 2023: ২৩শে ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন প্রায় ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪ জন পরীক্ষার্থী। এর আগে পরীক্ষার দিনক্ষণ ঘোষণার সময় দ্রুত ফলপ্রকাশের কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর এবার চলতি বছরের মাধ্যমিকের ফলাফল ঘোষণা কবে হবে, তাও জানিয়ে দেওয়া হলো।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকের আয়োজন করে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করতে পারে পর্ষদ। এদিন সাংবাদিক বৈঠকে পর্ষদের তরফে জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এদিন আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

FB Join

 

পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসেছে সিসিটিভি ক্যামেরা। থাকছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রতিটি কেন্দ্রে থাকছে ‘সিক রুম’ এর বন্দোবস্ত। সুতরাং বোঝা যাচ্ছে কোভিড পরিস্থিতি কাটিয়ে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার পরিচালনায় কোনোরকম ত্রুটি রাখতে নারাজ মধ্যশিক্ষা পর্ষদ।

ALSO READ :   রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২৭ হাজার টাকা








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top