Madhyamik পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু পর্ষদের! হেল্পলাইন নম্বর গুলি জেনে নিন





হেল্পলাইন নম্বর

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলো মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু করা হলো কন্ট্রোল রুম। এছাড়া পরীক্ষার দিনগুলিতে যে কোনও প্রয়োজনে যোগাযোগ করার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন ব্যবস্থা।

সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় হেল্পলাইন নম্বরগুলি হলো 033-2321-3827, 033-2359-2274। এছাড়া প্রয়োজনে মেল করা যাবে মধ্যশিক্ষা পর্ষদকে, সেক্ষেত্রে ইমেল আইডিটি হলো ([email protected])। কলকাতার কোথাও সমস্যায় পড়লে কলকাতার আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন পরীক্ষার্থীরা। নম্বরগুলি হলো 9147135749 ও 8981833898। পর্ষদ সভাপতির অফিসের নম্বর ও সচিবের দফতরের নম্বরেও যোগাযোগ করতে পারবেন। এছাড়া রাজ্যের বেশ কিছু আঞলিক কার্যালয়ে সরাসরি যোগাযোগ করা যাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

প্রসঙ্গত, আগামী ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, চলবে ৪ই মার্চ পর্যন্ত। চলতি বছরের মাধ্যমিককে সর্বতোভাবে সফল করতে বদ্ধপরিকর মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকটি নিয়েও ভাবা হচ্ছে। বহু নজিরবিহীন পদক্ষেপ ও নিয়মনীতি বজায় রাখা হচ্ছে চলতি বছরের মাধ্যমিকে। সম্প্রতি এ বিষয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। টেট পরীক্ষার মতোই শৃঙ্খলাবদ্ধ ভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় উদ্যোগী রাজ্য সরকার।

ALSO READ :   কবে প্রাথমিকে নয়া শিক্ষক নিয়োগ? মুখ খুললো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু -WB Primary Teachers Recruitment

Official Notification: Download Now

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top