Madhyamik Result 2023: মাধ্যমিকের ফলপ্রকাশকে দ্রুততর করতে নয়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত পর্ষদের!





Madhyamik Result 2023

এর আগে জানা গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে পারে মে মাসের শেষের দিকে। এর মধ্যে শনিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ পাবে মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর রেজাল্ট। সেইমতো দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে নয়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় খাতা দেখা, নম্বর দেওয়া থেকে শুরু করে যাচাই পদ্ধতির জন্য ফলপ্রকাশের আগে পর্যন্ত মোট পাঁচটি ধাপ পেরোতে হয় পর্ষদকে। যার মধ্যে মূল্যায়ণ প্রক্রিয়ায় দুটি ধাপ অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যায়ন প্রক্রিয়ার দুটি ধাপে থাকে উত্তরপত্রের নম্বর সংক্রান্ত বিষয়ে মুখ্য পরীক্ষকের কাছ থেকে নম্বর সংক্রান্ত ব্যাখ্যা তলব এবং তার যাচাই পদ্ধতি। সূত্রের খবর, অন্যান্য বারের মতো সংশ্লিষ্ট ধাপদুটি হাতেকলমের পরিবর্তে অনলাইনে করার ভাবনাচিন্তা নিয়েছে পর্ষদ।

আরও পড়ুনঃ মাধ্যমিক গণিত পরীক্ষায় গ্রাফ না করলেও পুরো নম্বর!

join Telegram

জানা যাচ্ছে, প্রায় ৪১ হাজার পরীক্ষক চলতি বছরের মাধ্যমিকে খাতা দেখবেন। সেক্ষেত্রে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দুটি ধাপ যার জন্য অন্ততপক্ষে কুড়ি দিন সময় লাগতো তা অনলাইনের মাধ্যমে করা হলে সময় বাঁচবে। ফলে তুলনামূলকভাবে তাড়াতাড়ি ফলপ্রকাশের সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা যাবে বলে ধারণা করা যাচ্ছে।

ALSO READ :   পশ্চিমবঙ্গের চাকরির খবর ২০২৩ | West Bengal Job 2023

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top