মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023 | সমস্ত বিষয়ের সাজেশন পিডিএফ ডাউনলোড করুন





মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023: আর মাত্র 3 দিন, তার পরেই শুরু হতে চলেছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবেন। যার মধ্যে ছাত্র সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন ও ছাত্রী সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১ জন। প্রায় ২৮৬৪ টি কেন্দ্রে আয়োজিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৩।

মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2023

গোটা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এই শেষ মুহূর্তে নতুন করে প্রস্তুতি নেওয়া যায় না ঠিকই, কিন্তু পুরনো প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়া যেতে পারে। তাই EXAM BANGLA PUBLICATION -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক সাজেশন ২০২৩। ইতিমধ্যেই রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী EXAM BANGLA PUBLICATION প্রকাশিত মাধ্যমিক সাজেশন থেকে প্রস্তুতি নিয়েছেন।

মাধ্যমিক পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের সাজেশন প্রকাশ করা হয়েছে। প্রতিটি বিষয়ের সাজেশন ডাউনলোড লিংক নীচে দেওয়া হলো।

মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 23 ফেব্রুয়ারি, 2023 তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে 4 মার্চ। পরীক্ষার সময়সীমা- 3 ঘন্টা 15 মিনিট। পরীক্ষা হবে সকাল 11 টা 45 মিনিট থেকে বিকেল 3 টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে 11 টা 45 মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য 15 মিনিট সময় বরাদ্দ।

মাধ্যমিক পরীক্ষার রুটিন 2023
তারিখ বিষয়
23 ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রথম ভাষা
24 ফেব্রুয়ারি, শুক্রবার দ্বিতীয় ভাষা
25 ফেব্রুয়ারি, শনিবার ভূগোল
28 ফেব্রুয়ারি, মঙ্গলবার জীবন বিজ্ঞান
1 মার্চ, বুধবার ইতিহাস
2 মার্চ, বৃহস্পতিবার গণিত
3 মার্চ, শুক্রবার ভৌত বিজ্ঞান
4 মার্চ, শনিবার ঐচ্ছিক বিষয়

মাধ্যমিক সাজেশন 2023 pdf

মাধ্যমিক সাজেশন 2023
মাধ্যমিক বাংলা সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক ইংরেজি সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক ভূগোল সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক গণিত সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন 2023 pdf Click Here
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 pdf Click Here








ALSO READ :   রাজ্যে Software Support Personnel পদে কর্মী নিয়োগ

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top