মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরও কড়া হলো পর্ষদ! জারি ৮ দফা নির্দেশিকা!





মাধ্যমিক পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক ছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে মিটলেও দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার দিন প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। আর তাই মাধ্যমিকের নিয়মনীতিতে কোনোও খামতি রাখতে চাইছে না পর্ষদ। সম্প্রতি জারি করা হলো নয়া নির্দেশিকা।

সূত্রের খবর, সোমবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আট দফা নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এই নয়া নির্দেশিকা অনুসারে কড়াকড়ি আনা হলো পুলিশি পাহারায়। জানা যাচ্ছে, এবার থেকে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দরজায় উপস্থিত থাকবে পুলিশ। পরীক্ষা কেন্দ্রে বৈদ্যুতিক সামগ্রী আনা আগেই নিষেধ ছিল। তবে প্রশ্ন ফাঁসের বিতর্ক মাথাচাড়া দিতেই এবার পরীক্ষার্থীদের কাছে মোবাইল বা কোনোও বৈদ্যুতিক সামগ্রী আছে কিনা তা প্রয়োজন সাপেক্ষে খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মীরা। তবে কেবল পরীক্ষার্থীরাই নয়, পাহারার দায়িত্বে থাকা ব্যক্তিদের ফোন সঠিকভাবে জমা রাখা হলো নাকি, তাঁদের দায়িত্বে কোনোও ত্রুটি রইলো নাকি সেদিকেও খেয়াল রাখা হবে।

আরও পড়ুনঃ
মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্ন ডাউনলোড
মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশ হবে জেনে নিন
সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে স্থায়ী চাকরি

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোনও অচেনা ব্যক্তির প্রবেশ আরও কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। বিশেষ পরিস্থিতি সাপেক্ষে পরীক্ষা কেন্দ্রের বাইরে (হাসপাতাল বা অন্যত্র) মাধ্যমিক পরীক্ষা দেওয়া পরীক্ষার্থীদের উপরেও কড়া নজর রাখা হবে বলে জানা যাচ্ছে। এছাড়া পরীক্ষার নজরদারিতে যাঁরা থাকছেন তাঁদের সুবিধার্থে পরীক্ষা কেন্দ্রের জানলা খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর সাথে পুরনো নির্দেশিকায় থাকা নিয়মগুলি আরও কঠোরভাবে প্রয়োগের কথা জানানো হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে ভবিষ্যতে আর কোনও অপ্রীতিকর ঘটনা চাইছে না পর্ষদ। সমস্ত বিতর্ক কাটিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার উদ্দেশ্যে জারি হলো আরও কড়া নির্দেশিকা।

ALSO READ :   ফেসবুক থেকে আয় করুন মাসে হাজার হাজার টাকা, জেনেনিন কীভাবে -Facebook Income Tips

চাকরির খবরঃ রাজ্যের হাসপাতালে হেল্থ ওয়ার্কার নিয়োগ

join Telegram








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top