WBCS 2023: 28 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিলাপ শুরু! বিজ্ঞপ্তি প্রকাশ করলো পিএসসি!





WBCS 2023

অবশেষে অপেক্ষার অবসান। রাজ্যের সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পদে নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এদিন প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিতে পিএসসি রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনের তারিখ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়েছে।

পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা (https://wbpsc.gov.in)
ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার আবেদন জমা করতে পারবেন। সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে। আবেদন গ্রহণ চলবে আগামী ২১শে মার্চ ২০২৩ (তিনটে পর্যন্ত)। পরীক্ষার আবেদনমূল্য জমা দেওয়া যাবে আগামী ২২শে মার্চ ২০২৩ পর্যন্ত। এছাড়া, আগামী ৩১শে মার্চ ২০২৩ থেকে এডিট উইন্ডো ওপেন হবে চলবে ৬ই এপ্রিল ২০২৩ (তিনটে পর্যন্ত)।

চাকরির খবরঃ
রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যে ব্যাঙ্ক অফ বারোদাতে কর্মী নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, কমিশন জানিয়েছে আবেদন জানানোর আগে প্রার্থীদের ওই একই ওয়েবসাইটের মাধ্যমে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’ করে নিজেদের তালিকাভুক্ত করতে হবে। জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা পরীক্ষা বিষয়ক যাবতীয় তথ্য যেমন বয়সসীমা, যোগ্যতা, বেতনের স্কেল, পরীক্ষার সিলেবাস, অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট (https://wbpsc.gov.in) এ নজর রাখবেন।

ALSO READ :   SSC GD: বাড়লো GD কনস্টেবল শূন্যপদের সংখ্যা! আরও বেশি শূন্যপদে নিয়োগ করবে কমিশন!

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top