WBCS সিলেবাস পরিবর্তন! প্রকাশিত হলো বিজ্ঞপ্তি

WBCS

আগেই জানা গিয়েছিল WBCS পরীক্ষার সিলেবাস বদল করতে চাইছে রাজ্য। সূত্রের খবর, UPSC -র সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে WBCS -এর সিলেবাসে বদল আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীসভার ছাড়পত্র মিলেছে বলেও জানা গিয়েছিল। তবে এবার পরীক্ষার সিলেবাসের বিষয়ে একটি ধারণা সামনে এসেছে।

WBCS পরীক্ষা প্রিলিমস ও মেইনস এই দুই ভাগে নেওয়া হয়। দুটি ভাগের বিষয়, নম্বর বিভাজন, সময় কি হবে সে সম্বন্ধে তথ্য পাওয়া যাচ্ছে।

প্রিলিমিনারি একজামিনেশন

ডব্লুবিসিএস প্রিলিমস পরীক্ষা হবে ৪০০ নম্বরের। সেখানে থাকবে দুটি পেপার। সেগুলি হলো জেনারেল স্টাডিজ পেপার (I) ও জেনারেল স্টাডিজ পেপার (II)। প্রত্যেক পেপারের জন্য ধার্য নম্বর ২০০ করে। এতে থাকবে অবজেকটিভধর্মী প্রশ্ন। সময়সীমা ২ ঘন্টা। এর মধ্যে GS পেপার (II) এর মিনিমাম কোয়ালিফাইং মার্কস (৩৩%)

আরও পড়ুনঃ প্রকাশিত হল কলকাতা পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি

মেইন একজামিনেশন

ডব্লুবিসিএস মেইন একজামিনেশন হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট নিয়ে। লিখিত পরীক্ষায় থাকবে মোট দশটি পেপার। সময়সীমা থাকবে ৩ ঘন্টা করে। পেপার A তে থাকবে – (বাংলা/ নেপালি), পেপার B তে থাকবে – (ইংরেজি)। প্রত্যেক ক্ষেত্রে ধার্য নম্বর ৩০০ করে। এরপর রয়েছে বাকি পেপারগুলি। যেখানে পেপার (I) এ থাকছে – English Essay & composition, পেপার (II) তে থাকছে – Tradition and Culture of Bangal, পেপার (III) তে থাকছে [Gs-I], পেপার (IV) এ থাকছে [Gs-II], পেপার (V) এ থাকছে [Gs-III], এবং পেপার (VI) এ থাকছে [Gs-IV]। প্রতিটি পেপারের জন্য ধার্য নম্বর ২৫০ করে।

ALSO READ :   SSC Recruitment: বাড়লো GD কনস্টেবল নিয়োগের শূন্যপদের সংখ্যা! বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো এসএসসি!

বদলে যাচ্ছে WBCS পরীক্ষার সিলেবাস!

এর সাথে থাকছে ঐচ্ছিক বিষয়ের দুটি পেপার। যেখানে পেপার (VII) -এ থাকছে (অপশনাল সাবজেক্ট পেপার I) ও পেপার (VIII) -এ থাকছে (অপশনাল সাবজেক্ট পেপার II)। এখানেও নম্বর ২৫০ করে। উল্লেখ্য, অপশনাল পেপার দুটি থাকবে গ্রুপ A ও গ্রুপ B পদের জন্য।

প্রসঙ্গত, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনা চলছে বর্তমানে। সিদ্ধান্ত হলে অফিসিয়াল ওয়েবসাইট মারফত জানিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের।

Official Notification: Click Here

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top