WBMSC তে নতুন চাকরির সুযোগ, ১লা মে পর্যন্ত আবেদন চলবে

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে একের পর এক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চলতি বছরে এই নিয়ে মোট সাতটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC)। এই চাকরির জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। 

তবে চলুন আজকের এই প্রতিবেদনে আমরা WBMSC এর তরফ থেকে প্রকাশ করা নোটিশ 6 of 2022 সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই। কোন পদে কত নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, শুন্যপদ কয়টি রয়েছে এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
WBMSC recruitment notification 2022

নোটিশ নম্বরঃ 6 of 2022 (WBMSC/web/08/Direct-I)
নোটিশ প্রকাশের তারিখঃ 01.04.2022 
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 
পদের নামঃ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল (Sub-Assistant Engineer- Civil)
বেতনঃ পে লেভেল ১২ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। 
বয়সসীমাঃ আবেদন করার জন্য প্রার্থীর বয়স 37 বছরের কম হতে হবে। বয়সের হিসেব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী। ST, SC, OBC এবং অন্যান্য রিজার্ভ ক্যাটেগরির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। 
শিক্ষাগত যোগ্যতাঃ State Council for Engineering & Technical Education থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। 
শুন্যপদঃ 1 টি (ST) 
নিয়োগ প্রক্রিয়াঃ দুটি ধাপ (Stage) এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে, এগুলি হল- 
(1) লিখিত পরীক্ষা- 200 নম্বর 
(2) পার্সোনালিটি টেস্ট- 40 নম্বর 
আবেদন প্রক্রিয়াঃ পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশন (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোন মাধ্যমে আবেদন করা যাবে না। 
নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে ওখান থেকেও সরাসরি আবেদন করতে পারবেন। প্রথমে ঐ লিংকে ক্লিক করে প্রার্থীকে Sign Up বা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর Username এবং Password দিয়ে লগ ইন করে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
আবেদন ফিঃ প্রসেসিং ফি বাবদ 50 টাকার আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন। 
গুরুত্বপূর্ণ তারিখ

নোটিশ প্রকাশ তারিখ : 01.04.2022
আবেদন শুরু তারিখ : 04.04.2022
আবেদন শেষ তারিখ : 01.05.2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
ALSO READ :   রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, ফর্ম ডাউনলোড করুন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top