WBMSC মাধ্যমে অফিসার নিয়োগ, আবেদন চলবে 16 এপ্রিল পর্যন্ত

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission) এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন (Kolkata Municipal Corporation বা KMC) -এ। ফুড সেফটি ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদনকারীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য। এইসব পদগুলিতে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, বয়সসীমা কত হতে হবে, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য পাবেন আজকের এই প্রতিবেদনটিতে। WBMSC Food Department Recruitment 2022.

MSCWB Officer Recruitment 2022
নিয়োগকারী সংস্থা WEST BENGAL MUNICIPAL SERVICE COMMISSION
পদের নাম Food Safety Officer
শূন্যপদ ৬ টি
আবেদন মাধ্যম Online
আবেদন শুরু তারিখ চলছে
আবেদনের শেষ তারিখ 16th April 2022

WBMSC FOOD SAFETY OFFICER RECRUITMENT

পদের নাম : ফুড সেফটি ম্যানেজার।
মোট শূন্যপদ: ৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা : এই চাকরির জন্য প্রার্থীদের বয়স ১/১/২০২২ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে হতে হবে।
বেতন কাঠামো: এই পদে চাকরি পেলে প্রতিমাসে বেতন পাবেন পে লেভেল ১১ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি, বায়ো টেকনোলজি, ওয়েল টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়ো-কেমিস্ট্রি, বা মাইক্রো বায়োলজি নিয়ে স্নাতক বা কেমিস্ট্রি নিয়ে স্নাতোকত্তর বা মেডিসিন-এ স্নাতক ডিগ্ৰিথাকলে প্রার্থীরা আবেদন যোগ্য।
কিভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি www.mscwb.org ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন ২১ মার্চ, ২০২২ তারিখ থেকে ১৬ এপ্রিল, ২০২২ তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর অতি অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর ও একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে।
আবেদন মূল্য : UR, OBC শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ মোট ২০০ টাকা জমা দিতে হবে এবং SC, ST, PWD প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।
নির্বাচন পদ্ধতি: প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্ট -এর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে মোট ৩০০ নম্বরের। লিখিত পরীক্ষায় ১৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ২। নেগেটিভ মার্কিং ১, অর্থাৎ প্রতি একটি প্রশ্নের উত্তর ভুল হলে ১ নম্বর কেটে নেওয়া হবে।
পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে ৬০ নম্বরের।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
ALSO READ :   পশ্চিম মেদিনীপুর জেলায় প্রচুর আশা কর্মী নিয়োগ,দেখে নিন আবেদন পদ্ধতি

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top