
পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর এর ১২ হাজার শুন্যপদে খুব তাড়াতাড়িই নিয়োগ হতে পারে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অনেক রেজাল্ট এখনও পেন্ডিং রয়েছে, এর ফলে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রয়েছে। এরই প্রেক্ষিতে গত ১৫ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে অনেক চাকরিপ্রার্থী গিয়েছিলেন ডেপুটেশন জমা দিতে। আশা করা হচ্ছে এবার হয়ত নতুন ভ্যাকান্সি বেরোবে।
ডেপুটেশন জমা দিতে গিয়ে জানা গেল শূন্যপদ
পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়ে জানা গিয়েছে যে, বর্তমানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে ১২ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। সেই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে কিছু মাসের মধ্যেই। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অফিশিয়াল নোটিশ বেরোয়নি।
আগের মতোই যোগ্যতা থাকছে
ধারণা করা হচ্ছে কনস্টেবল পদে আবেদনের নূন্যতম যোগ্যতা আগের বছর গুলির মতই মাধ্যমিক পাশ (Madhyamik Pass) এবং সাব-ইন্সপেক্টর পদের জন্য নূন্যতম যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশন (Garduation Pass) লাগবে। পাশাপাশি দৈহিক মাপ, ওজন ইত্যাদি বিষয়গুলিও আগের বছরের মতই অপরিবর্তিত থাকবে।
বাড়ছে বয়সসীমা
তবে এই পদগুলিতে আবেদন করার জন্য বয়সের সীমা বাড়ানো হচ্ছে। আগে এই পদগুলিতে বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৭ বছর তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সেই সীমা বাড়িয়ে ২৭ থেকে ৩০ বছর করেছেন। এই একটি ক্ষেত্রে নতুন নোটিফিকেশনে পরিবর্তন আসবে।
আরো পড়ুন 👇👇
💡 SSC এসএলএসটি সিলেবাস ২০২৩ ডাউনলোড
💡 SSC MTS-এর আবেদনের জন্য ৭ দিন বাড়ানো হলো- আবেদন করেছেন?
💡 ৩৭ হাজার টাকা বেতনে পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান পদে চাকরি
পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
এখনও অবধি পুলিশ বোর্ডের তরফে নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, এই প্রতিবেদনে লেখা সমস্ত তথ্য চাকরীপ্রার্থীরা রিক্রুটমেন্ট বোর্ড থেকে যা তথ্য জানতে পেরেছেন সেই ভিত্তিতেই লেখা।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কবে অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে সেই বিষয়ে ধোঁয়াশা থাকলেও বিজ্ঞপ্তি যে কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে তা একপ্রকার নিশ্চিত।
তাই যারা পুলিশে যোগদান করতে চান কিন্তু এখনও প্রস্তুতি শুরু করেননি, তাদের উচিত শীঘ্রই প্রস্ততি শুরু করা।
রাজ্যের WBP Constable এবং Sub Inspector নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো।
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
🔥 রাজ্যের জাস্টিস বোর্ডে গ্রুপ-C পদে চাকরি
🔥 ডিএ নিয়ে সরকারি কর্মীদের চরম হুশিয়ারি মমতা সরকারের
🔥 রাজ্যের জেলায় গ্রুপ-C ডাটা ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি