রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৪১ হাজার টাকা

রাজ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) -এর তরফে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Employment No- WBPDCL/Recruitment/2023/02
পদের নাম- Mines Manager
মোট শূন্যপদ- ২ টি।
বেতন- প্রতিমাসে বেতন ৮২ হাজার টাকা।

পদের নাম- Safety Officer
মোট শূন্যপদ- ৫ টি।

পদের নাম- Assistant Mines Manager
মোট শূন্যপদ- ১৩ টি।

পদের নাম– Blasting Officer
মোট শূন্যপদ– ৪ টি।

চাকরির খবরঃ রাজ্যে ব্যাঙ্ক অফ বরোদাতে কর্মী নিয়োগ

join Telegram

বেতন- উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৬৩ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের ক্ষেত্রে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mining Engineering -এ Degree/ Diploma সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

পদের নাম- Welfare Officer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Social Science/ Labour Welfare -এ Diploma/ Degree করা থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- উভয় পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন ৬৩ হাজার টাকা।

পদের নাম– Surveyor
মোট শূন্যপদ– ৪ টি‌।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Survey Engineering -এ Diploma করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

ALSO READ :   রাজ্যে PA এবং MRW পদে চাকরি, ২২ হাজার টাকা মাসিক বেতন

চাকরির খবরঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে কর্মী নিয়োগ

পদের নাম- Overman
মোট শূন্যপদ- ১৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mining Engineering -এ Diploma সহ Overman’s Certificate থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- প্রতিমাসে বেতন ৪১ হাজার টাকা।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে ১ ফেব্রুয়ারি, ২০২৩ অনুযায়ী।

চাকরির খবরঃ রাজ্যে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান- Bidyut Unnayan Bhaban’ – Corporate Office – WBPDCL, Block- LA, Plot No.-3/C, Sector-III, Bidhannagar, Kolkata-700106
ইন্টারভিউ তারিখ- ১৩ ও ১৪ মার্চ, ২০২৩

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here

ALSO READ :   Primary Recruitment: প্রাথমিকের নিয়োগে আবেদন নেবে পর্ষদ! বিস্তারিত জেনে আবেদন করুন এক্ষুনি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top