WBPRB: প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’!





WBPRB

কলকাতা পুলিশের Sub-inspector/Sub-inspectress (UB) এবং Sergeant পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফাইনাল ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ প্রকাশ করেছে ওয়েষ্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। সেইমতো অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা (https://prb.wb.gov.in) ও (www.wbpolice.gov.in) ওয়েবসাইটের মাধ্যমে ‘অ্যানসার কি’ চেক করতে পারবেন।

‘অ্যানসার কি’ চেক করবেন কিভাবে?

১) পরীক্ষার ফাইনাল অ্যানসার কি চেক করার জন্য পরীক্ষার্থীদের (https://prb.wb.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার হোমপেজের অন্তর্গত ‘অ্যানসার কি’ সেকশনে যেতে হবে।
৩) এরপর ‘Final answer key of Preliminary Examination’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৪) এবার সংশ্লিষ্ট ‘অ্যানসার কি’ স্ক্রিনে দেখতে পাবেন।
৫) ‘অ্যানসার কি’ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

চাকরির খবরঃ রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

join Telegram

জানানো হয়েছে, প্রকাশ হওয়া ‘ফাইনাল অ্যানসার কি’ সম্বন্ধে কোনোও বক্তব্য থাকলে তা অ্যানসার কি প্রকাশ হওয়ার পাঁচ দিনের মধ্যে জানাতে পারবেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, অতি শীঘ্রই ঘোষিত হবে পরীক্ষার ফলাফল। নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।

ALSO READ :   সুখবর! বেতন ও ডিএ উভয় বৃদ্ধি হল, রয়েছে আরও আপডেট -Govt Employees News

Official Answer Key: Download Now

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top